প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব "প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতটা দায়ী ছিল" - এই প্রশ্নটি।
অস্ট্রিয়ার যুবরাজ ডিউক অব ফার্দিনান্দ ও তাঁর স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো-তে ভ্রমণে গেলে সেখানে তাঁরা প্রকাশ্য রাজপথে এক স্লাভ ছাত্রের হাতে নিহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ১৯১৪ খ্রিস্টাব্দে অস্ট্রিয়া, সার্বিয়াকে আক্রমণ করলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধের জন্য কোন কোন ঐতিহাসিক জার্মানিকে দায়ী করেন। আবার কোন কোন ঐতিহাসিক জার্মানির সঙ্গে অন্যান্য রাষ্ট্রকেও দায়ী করেন। প্রথম বিশ্বযুদ্ধের জার্মানি ঠিক কতটা দায়ী ছিল তা নিন্মে আলোচনা করা হল -
প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির দায়িত্ব ঃ আঁতাঁত-পন্থী ঐতিহাসিকরা প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকে দায়ী করেন। কারণ তাদের মতে -
(i) বিসমার্কের শান্তিবাদী নীতি ত্যাগ করে জার্মান কাইজার বিশ্বরাজনীতিতে জোরপূর্বক জার্মানির প্রাধান্য প্রতিষ্ঠার চেষ্টা করেন।
(ii) ১৮৯০ খ্রিস্টাব্দে জার্মান কাইজার রাশিয়ার সঙ্গে অনাক্রমণ চুক্তি বাতিল করেছিলেন। এরপর রাশিয়া ফ্রান্সের সঙ্গে মিত্রতা স্থাপন করেন।
(iii) জার্মান কাইজার ইংল্যান্ডের উপনিবেশে অহেতুক হস্তক্ষেপ করেন। এছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে আফ্রিকার বিদ্রোহী বোয়ারদের পক্ষে কাইজার বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন।
(iv) জার্মান কাইজার বলকান অঞ্চলে অস্ট্রিয়ার আগ্রাসনকে সমর্থন জানিয়েছিলেন।
প্রথম বিশ্বযুদ্ধে অন্যান্য রাষ্ট্রের দায়িত্ব ঃ কোন কোন ঐতিহাসিক প্রথম বিশ্বযুদ্ধের জন্য শুধুমাত্র জার্মানিকে দায়ী করেন না, পাশাপাশি তাঁরা অন্যান্য রাষ্ট্র গুলিকেও যথেষ্ট দায়ী করেন। কারণ তাদের মতে -
(i) ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া সামরিক শক্তির বলে জার্মানিকে চারিদিক থেকে বেষ্টন করেছিল।
(ii) রাশিয়া মনে করত কোন বড় যুদ্ধ হলে দার্দনালস প্রণালীতে রাশিয়ার যুদ্ধ জাহাজ চলাচল শুরু করা যাবে। তাই রাশিয়া মনে মনে কোন বড়ো যুদ্ধের আশা করেছিল।
(iii) রাশিয়া অস্ট্রিয়ার বিরুদ্ধে সার্বিয়াকে প্ররোচনা দিয়েছিল। এছাড়া সার্বিয়াকে বিভিন্ন উগ্রনীতি গ্রহণে রাশিয়া উস্কানি দিয়েছিল।
(iv) ব্রিটেন তার ঔপনিবেশিক সাম্রাজ্য ধরে রাখার জন্য অস্ত্রশক্তি বৃদ্ধিতে মনোনিবেশ করেছিল।
মূল্যায়ন ঃ সবশেষে বলা যায় যে, কোন যুদ্ধই একপক্ষের কারণে শুরু হয়না। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির দায় হয়ত বেশি ছিল কিন্তু বিশ্বের অন্যান্য শক্তিশালী সাম্রাজ্যলোভী শক্তিগুলির দায়ও নেহাত কম ছিল না।
আরও পড়ুন ঃ