প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নবম শ্রেণির ইতিহাস (Class nine History) চতুর্থ অধ্যায় (4th chapter) শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ থেকে একটি 4 মার্কের প্রশ্ন - "বলকান সংকট বলতে কি বোঝ / বলকান সংকট কি ছিল" / বলকান সমস্যা।
বলকান সংকট -
ইউরোপের পূর্বদিকে ইজিয়ান সাগর ও দানিয়ুব নদীর মধ্যবর্তী পার্বত্য অঞ্চলকে সাধারণত 'বলকান অঞ্চল' বলা হয়। বিভিন্ন কারণে এই অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতির ব্যাঘাত ঘটেছিল এবং পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল। এই ঘটনাকে বলকান সংকট বা বলকান সমস্যা বলে। নিন্মে বলকান সংকট বা সমস্যা সম্পর্কে আলোচনা করা হল -
বলকান সমস্যা ঃ পঞ্চদশ থেকে অষ্টাদশ শতক পর্যন্ত বলকান অঞ্চলে তুর্কি মুসলমানদের প্রাধান্য বজায় ছিল। কিন্তু অষ্টাদশ শতক থেকে তুরস্কের পতন শুরু হয় এবং এই অঞ্চলে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়। এই প্রতিস্থিতিতে বিভিন্ন ইউরোপীয় শক্তি এই অঞ্চলে নিজেদের অধিকার কায়েম করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে ফলে জটিল সমস্যার সৃষ্টি হয়।
অস্ট্রিয়া ও রাশিয়ার বিরোধ ঃ তুরস্কের দুর্বলতার সুযোগ নিয়ে রাশিয়া সেখানে আধিপত্য স্থাপন করেছিল। কিন্তু পরবর্তীকালে ঐ অঞ্চলে অস্ট্রিয়া প্রবেশ করলে রাশিয়া ও অস্ট্রিয়ার বিরোধ শুরু হয়।
অস্ট্রিয়া ও সার্বিয়ার বিরোধ ঃ বলকান অঞ্চলের স্লাভ জাতি-অধ্যুষিত বসনিয়া ও হার্জেগোভিনা অঞ্চল দুটি দখল করে নেয়। কিন্তু এই অঞ্চলে স্লাভ জাতির লোক স্লাভ-অধ্যুষিত সার্বিয়ায় যুক্ত হওয়ার জন্য অস্ট্রিয়ার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সার্বিয়া। ফলে অস্ট্রিয়া ও সার্বিয়ার মধ্যে বিরোধ শুরু হয়।
বলকান লিগ ঃ বলকান অঞ্চলের স্লাভ জাতি তুরস্কের হাত থেকে মুক্তি পেয়ে সার্বিয়ায় যুক্ত হওয়ার উদ্দেশ্যে তারা সার্বিয়ার নেতৃত্বে বলকান লিগ গঠন করেন। স্লাভ জাতির লোকেরা বিভিন্ন গুপ্ত সমিতি, গুপ্ত হত্যা ইত্যাদির মাধ্যমে স্বাধীনতা লাভের চেষ্টা করে। এইভাবে ঐ অঞ্চলে বেশ কিছু সমস্যার জন্ম হয়। যেমন - (i) উত্তাল বলকান জাতীয়তাবাদ, (ii) অস্ট্রিয়া ও রাশিয়ার বিরোধ, (iii) অস্ট্রিয়া ও সার্বিয়ার বিরোধ।
মূল্যায়ন ঃ বলকান অঞ্চলকে কেন্দ্র করে বেশ কিছু যুদ্ধ সংঘটিত হয় এবং এই সময় থেকেই বিভিন্ন ইউরোপীয় রাষ্ট্রগুলি পরস্পরের বিরোধিতা করে বিংশ শতকের প্রথম দশকেই গোটা ইউরোপ দুটি বিরোধী শক্তিজোটে বিভক্ত হয়ে পড়ে। যা পরবর্তীকালে প্রথম বিশ্বযুদ্ধের ইঙ্গিত দেয়।