সেরাজেভো হত্যাকাণ্ড কি || প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল

প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নবম শ্রেণির ইতিহাস (Class nine History) চতুর্থ অধ্যায় (4th chapter) শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ থেকে একটি 4 মার্কের প্রশ্ন - "সেরাজেভো হত্যাকাণ্ড কি  ||  প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল"। -এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 


সেরাজেভো হত্যাকাণ্ড কি || প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল -

অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ ও তাঁর স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো শহরে ভ্রমণে এলে ১৯১৪ খ্রিস্টাব্দের ২৮ জুন আততায়ীর হাতে নিহত হয়েছিলেন। এই ঘটনাকেই সেরাজেভো হত্যাকাণ্ড বলা হয়। নিন্মে সেরাজেভো হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল -


স্লাভ জাতির আন্দোলন ঃ ১৮৭৮ খ্রিস্টাব্দে বার্লিন চুক্তির দ্বারা স্লাভ অধ্যুষিত বসনিয়া ও হার্জেগোভিনায় অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এর কিছুদিনের মধ্যেই অস্ট্রিয়া সম্পূর্ণ রাজ্য দুটিকে দখল করে নেয়। কিন্তু এই দুটি রাষ্ট্র স্লাভ-রাষ্ট্র সার্বিয়ার সঙ্গে যুক্ত হতে চেয়েছিল, এই উদ্দেশ্যে এই দুই রাজ্যে তীব্র আন্দোলন ছড়িয়ে পড়ে। এই আন্দোলনে সার্বিয়াও তাদের সঙ্গ দিয়েছিল।

সেরাজেভো হত্যাকাণ্ড ঃ অস্ট্রীয় যুবরাজ ফার্দিনান্দ এবং তাঁর স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো শহরে ভ্রমণে আসলে 'ব্লাক হ্যান্ড' বা 'ইউনিয়ন অব ডেথ' নামক একটি সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য স্লাভ জাতিভুক্ত গ্যাভরিলো প্রিন্সেপ প্রকাশ্য রাজপথে গুলি করে দুজনকে জনসমক্ষে হত্যা করেন।

চরমপত্র পাঠানো ঃ সেরাজেভোর হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া সমগ্র স্লাভ জাতিকে 'আততায়ীর জাতি' বলে অভিহিত করেন এবং এই হত্যাকাণ্ডের জন্য স্লাভ জাতি-অধ্যুষিত সার্বিয়াকে দাবি করে ১৯১৪ খ্রিস্টাব্দের ২৩ জুলাই একটি চরমপত্র পাঠায়।

অস্ট্রিয়া কর্তৃক বেলগ্রেড আক্রমণ ঃ অস্ট্রিয়া চরমপত্র পাঠালে সার্বিয়া তার অধিকাংশ দাবি মেনে নেয় কিন্তু কিছু দাবি নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব দেয়। অস্ট্রিয়া সেই প্রস্তাব অগ্রাহ্য করে ১৯১৪ খ্রিস্টাব্দের ২৮ জুলাই সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে। ফলে অস্ট্রো-সার্ব যুদ্ধ শুরু হয়। শীঘ্রই ইউরোপের বিভিন্ন দেশ অস্ট্রিয়া ও সার্বিয়ার পক্ষে যোগদান করতে থাকে। এইভাবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।

মূল্যায়ন ঃ ১৯১৪ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ ছিল সেরাজেভো হত্যাকাণ্ডের একটি তাৎক্ষণিক ফলাফল। বাস্তবে তৎকালীন ইউরোপের রাজনৈতিক পরিস্থিতি যতটা জটিল হয়ে পড়েছিল তা একটি বড়ো যুদ্ধের বাতাবরণ তৈরি করেছিল। সেরাজেভো হত্যাকাণ্ড সেই পরিস্থিতিতে বারুদে আগুন ছোঁয়ানোর কাজ করেছিল মাত্র। 

Post a Comment

Previous Post Next Post