চীন জাপান যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো

চীন / চিন জাপান যুদ্ধের কারণ -

কোরিয়ার ওপর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৮৯৪ খ্রিস্টাব্দে চীন জাপান যুদ্ধ শুরু হয়েছিল। এই যুদ্ধে চীন পরাজিত হয় এবং ১৮৯৫ খ্রিস্টাব্দে জাপানের সঙ্গে সিমনোসেকির সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়।


চীন / চিন জাপান যুদ্ধের ফলাফল -

চীন জাপান যুদ্ধের ফলাফল, গুরুত্ব বা প্রভাবগুলি হল -

সিমনোসেকির সন্ধির শর্ত ঃ সিমনোসেকির সন্ধি অনুযায়ী -

     (i) চীন কোরিয়াকে স্বাধীনতা প্রদান করে।

     (ii) চীন জাপানকে ২৩০ মিলিয়ন কিউপিং টেল ক্ষতিপূরণ হিসাবে দিতে বাধ্য হয়।

     (iii) জাপান, চিনের মাঞ্চুরিয়া প্রদেশের লিয়াং টুং উপদ্বীপ, ফরমোজা, তাইওয়ান, পেস্কাডোরেস ও পোর্ট আর্থার নিজের দখলে নিয়ে নেয়।

     (iv) চিনের কয়েকটি বন্দর জাপানের জন্য খুলে দেওয়া হয়।

চিনা তরমুজের খণ্ডীকরণ ঃ চিনের ওপর জাপানের সাফল্যে আতঙ্কিত হয়ে বিভিন্ন ইউরোপীয় দেশ চিনের বিভিন্ন প্রান্তে নিজেদের প্রভাবাধীন অঞ্চল স্থাপন করতে সচেষ্ট হয়। চিনের এই ঘটনাকে ঐতিহাসিক হ্যারল্ড ভিনাক 'চিনা তরমুজের খণ্ডীকরণ' বলে অভিহিত করেছেন। কারণ -

     (i) ফ্রান্স, চিনের অভ্যন্তরভাগ পর্যন্ত রেলপথ নির্মাণের অধিকার পায়। 

     (ii) জার্মানি চিনের কিয়াওচাও ও শাংটুং প্রদেশে নিজেদের আধিপত্য কায়েম করে।

     (iii) ইংল্যান্ড ওয়াইহ্যাওয়ে অঞ্চল নিজেদের দখলে নিয়ে নেয়।

মূল্যায়ন ঃ চীন জাপান যুদ্ধ বিশাল আয়তনের চীন পরাজিত হয় জাপানকে বাণিজ্যিক সুবিধার জন্য বিভিন্ন ভূখণ্ড ছেড়ে দেয়। একদিকে ইউরোপীয় রাষ্ট্রগুলির চিনের ওপর সাম্রাজবাদ স্থাপনের চেষ্টা এবং অপরদিকে চিনের জনগণ কর্তৃক সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন প্রভৃতি চিনের অভ্যন্তরীণ পরিস্থিতিকে জটিল করে তুলেছিল। 

Post a Comment

Previous Post Next Post