সমাজতন্ত্রবাদের প্রসারে কার্ল মার্কসের ভূমিকা -
ঊনবিংশ শতকের প্রথমভাগে ইউরোপে আদি সমাজতন্ত্রবাদ সমাজ পরিবর্তনের সঠিক দিশা দেখাতে ব্যর্থ হয় কিন্তু ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে ইউরোপে কার্ল হাইনরিখ মার্কস তাঁর বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারণা জনপ্রিয় করে তুলেছিলেন। নিন্মে সমাজতন্ত্রবাদের প্রসারে কার্ল মার্কসের ভূমিকা আলোচনা করা হল -
কমিউনিস্ট লিগ প্রতিষ্ঠা ঃ কার্ল মার্কস বিপ্লবী মতাদর্শ প্রচারের অভিযোগে নিজ দেশ প্রাশিয়া থেকে বিতাড়িত হন। সেখান থেকে তিনি ফ্রান্সে এবং তারপর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস-এ আশ্রয় গ্রহণ করেন। সেখানে তিনি ফ্রেডরিখ এঙ্গেলস-এর সাথে যৌথভাবে 'কমিউনিস্ট লিগ' নামক একটি শ্রমিক সংগঠন তৈরি করেন।
কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশ ঃ ১৮৪৮ খ্রিস্টাব্দে কার্ল মার্কস ও এঙ্গেলস যৌথভাবে লন্ডনে 'কমিউনিস্ট ম্যানিফেস্টো' নামে একটি ইস্তাহার প্রকাশ করেন। এর মাধ্যমে তাঁরা আধুনিক সমাজতন্ত্রের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা প্রদান করেন। কার্ল মার্কস এটিতে লিখেছিলেন মানব সমাজের ইতিহাস হল শ্রেণি সংগ্রামের ইতিহাস।
দাস ক্যাপিটাল রচনা ঃ কার্ল মার্কস তাঁর চিন্তাভাবনা সম্বলিত গ্রন্থ 'দাস ক্যাপিটাল' রচনা করেছিলেন। এটি ১৮৬৭ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থে তিনি পুঁজিবাদী ব্যবস্থার তীব্র সমালোচনা করেছেন এবং শ্রেণি সংগ্রামের তত্ত্ব তুলে ধরেছেন। কার্ল মার্কসের 'দাস ক্যাপিটাল' গ্রন্থটি 'সমাজতন্ত্রবাদের বাইবেল' নামে পরিচিত।
মার্কসবাদ ঃ কার্ল মার্কসের বিভিন্ন রচনায় উল্লিখিত তাঁর বিজ্ঞানিক সমাজতান্ত্রিক মতাদর্শগুলিকে একত্রে মার্কসবাদ বলা হয়। মার্কসবাদের গুরুত্বপূর্ণ নীতিগুলি ছিল - (i) ঐতিহাসিক বস্তুবাদ, (ii) দ্বন্দ্বমূলক বস্তুবাদ, (iii) উদ্বৃত্ত মূল্যতত্ত্ব, (iv) শ্রেণি-সংগ্রাম, (v) বিপ্লব।
আরও পড়ুন ঃ