প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নবম শ্রেণির ইতিহাস (Class nine History) চতুর্থ অধ্যায় (4th chapter) শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ থেকে একটি 4 মার্কের প্রশ্ন - "চিনে ঔপনিবেশিক আগ্রাসন এর পরিচয় দাও"।
চিনে ঔপনিবেশিক আগ্রাসন এর পরিচয় -
ইউরোপের ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, রাশিয়া, জার্মানি প্রভৃতি ঔপনিবেশিক শক্তিগুলি এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে নির্লজ্জভাবে ঔপনিবেশিক আগ্রাসন চালায়। ঊনবিংশ শতকে ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলি এশিয়া মহাদেশের যেসব দেশে আগ্রাসন চালায় তার মধ্যে অন্যতম ছিল চীন। নিন্মে চিনে ঔপনিবেশিক আগ্রাসন সম্পর্কে আলোচনা করা হল -
নানকিং-এর চুক্তি ঃ ১৮৩৯ থেকে ১৮৪২ খ্রিস্টাব্দে মধ্যে ব্রিটেন এবং চীনের মধ্যে আফিমের যুদ্ধ হয়েছিল। এইযুদ্ধে চিনের পরাজয় ঘটে এবং ১৮৪২ খ্রিস্টাব্দে ব্রিটেনের সঙ্গে 'নানকিং-এর চুক্তি' স্বাক্ষর করতে বাধ্য হয়। এই চুক্তির দ্বারা চীন -
(i) চীন পাঁচটি বন্দর ইউরোপীয়দের বাণিজ্য এবং বসবাসের জন্য খুলে দেয়।
(ii) চীন তার হংকং বন্দর চিরকালের জন্য ইংরেজদের হাতে ছেড়ে দিতে বাধ্য হয়।
তিয়েনসিন-এর চুক্তি ঃ ১৮৫৬ খ্রিস্টাব্দ থেকে ১৮৬০ খ্রিস্টাব্দের সময়কালে ব্রিটেন এবং ফ্রান্স মিলিতভবে দ্বিতীয় আফিমের যুদ্ধে চীনকে পরাজিত করে। এই চুক্তির দ্বারা চীন -
(i) বিদেশি বণিকদের জন্য চীন আরও ১১ টি বন্দর খুলে দিতে বাধ্য হয়।
(ii) বিদেশীরা চিনে অবাধ ভ্রমণ এবং খ্রিস্টান ধর্মপ্রচারকরা বিনা বাঁধায় ধর্মপ্রচারের অধিকার
সিমনোসেকির চুক্তি ঃ ১৮৯৪ খ্রিস্টাব্দে জাপান চীনকে হারিয়ে ১৮৯৫ খ্রিস্টাব্দে চীনকে 'সিমনোসেকির চুক্তি' স্বাক্ষরে বাধ্য করে। এই চুক্তির মাধ্যমে জাপান চিনের মাঞ্চুরিয়া প্রদেশের লিয়াও টুং, ফরমোজা, পেসকাডোর দ্বীপপুঞ্জ দখল করে নেয়।
চিনা তরমুজের খণ্ডীকরণ ঃ ইউরোপীয় শক্তিগুলি বিভিন্ন যুদ্ধ এবং সন্ধির ফলে চিনের বিভিন্ন অংশে নিজ নিজ 'প্রভাবাধীন অঞ্চল' গড়ে তুলে নিজ নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠায় উদ্যত হয়ে ওঠে। চিনের এই অবস্থাকে ঐতিহাসিক হ্যারল্ড ভিনাক 'চিনা তরমুজের খণ্ডীকরণ' বলে আখ্যায়িত করেছেন।
মূল্যায়ন ঃ ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া, জাপান প্রভৃতি সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি চিনে আধিপত্য প্রতিষ্ঠা করলেও সমগ্র চিনের রাজনৈতিক ক্ষমতা তারা দখল করতে পারেনি। তাই চীনকে ইউরোপীয়দের পূর্ণাঙ্গ উপনিবেশ বলা সঠিক হবে না, চীন ছিল ইউরোপীয় শক্তিগুলির 'আধা উপনিবেশ'।
আরও পড়ুন ঃ