প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নবম শ্রেণির ইতিহাস (Class nine History) চতুর্থ অধ্যায় (4th chapter) শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ থেকে একটি 4 মার্কের প্রশ্ন - "ব্রিটিশ শাসনের সূচনা লগ্নে ভারতের রপ্তানি বাণিজ্যের পরিচয় দাও"।
ব্রিটিশ শাসনের সূচনা লগ্নে ভারতের রপ্তানি বাণিজ্যের পরিচয় -
ভারতে ব্রিটিশ শাসন শুরু হওয়ার আগে পর্যন্ত ভারতের পণ্য সামগ্রী ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হত। যার ফলে ইউরোপের বাজার গুলিতে ভারতীয় পণ্য বিক্রি করে প্রচুর বিদেশি মুদ্রা আয় হত। কিন্তু ব্রিটিশ শাসন চালু হওয়ার পর বিভিন্ন কারণে ভারতের শিল্প বাণিজ্য ধ্বংস হয়। ভারতে ব্রিটিশ শাসনের সূচনা লগ্নে ভারতের রপ্তানি বাণিজ্য কেমন ছিল তা নিন্মে আলোচনা করা হল -
বাংলা ঃ অষ্টাদশ শতকের মধ্যভাগ পর্যন্ত বাংলার বিভিন্ন শিল্পজাত পণ্য বিদেশের বাজারে রপ্তানি করা হত। বাংলার মসলিন, সুতিবস্ত্র, পশম বস্ত্র, রেশম বস্ত্র, লবণ, চিনি, কাঁচা রেশম, আফিম, পাট, সোরা ইত্যাদি ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হত।
বাংলার বাইরে ঃ বাংলা ছাড়াও ভারতের লখনউ, আগ্রা, বারানসি, লাহোর, সুরাট, মুলতান বিশাখাপত্তনম, আমেদাবাদ, মাদুরাই ইত্যাদি অঞ্চলে সুতিবস্ত্রের কেন্দ্র গড়ে উঠেছিল। বাংলার বাইরে ধাতু, মৃৎ শিল্প, চর্ম শিল্পের অগ্রগতি ঘটেছিল। এইসব অঞ্চলে তৈরি বিভিন্ন শিল্পজাত পণ্য বিদেশের বাজারে রপ্তানি করে ভারত প্রচুর বিদেশি মুদ্রা আয় করত। কিন্তু ব্রিটিশ শাসনের পর থেকে এসব কিছুই ইতিহাসের পাতায় স্থান পায়।
ভারতের সমৃদ্ধি ঃ অষ্টাদশ শতক থেকেই ইংরেজ-সহ বিভিন্ন ইউরোপীয় বণিকরা ভারত থেকে সুতিবস্ত্র, মশলা-সহ অন্যান্য শিল্পজাত সামগ্রী কিনে তা ইউরোপের বিভিন্ন দেশের বাজারে রপ্তানি করতে থাকে। ভারতের এই বিপুল বৈদেশিক বাণিজ্যের ফলে এদেশের অর্থনীতির ব্যাপক উন্নতি ঘটেছিল।
রপ্তানি বাণিজ্য ধ্বংস ঃ ভারতে ব্রিটিশ শাসন কায়েম হওয়ার কিছুদিনের মধ্যেই ভারতের বাজারে ইউরোপীয় পণ্য অর্থাৎ বিলাতি পণ্যের ছড়াছড়ি হয়ে যায়। ভারতের মানুষের মধ্যে এই বিলাতি জিনিসের চাহিদা বাড়তে থাকলে ভারত ক্রমশ রপ্তানি কারক দেশ থেকে আমদানি কারক দেশে পরিণত হয়।
মূল্যায়ন ঃ ব্রিটিশদের শাসন শুরু হওয়ার আগে পর্যন্ত ভারতের বৈদেশিক বাণিজ্য ছিল সম্পূর্ণ রপ্তানি নির্ভর। সেই সময় ইউরোপের বাজার গুলিতে ভারতের মশলা, সুতিবস্ত্রের বিপুল চাহিদা ছিল। কিন্তু ব্রিটিশদের আগমনের সাথে সাথে ভারতের রপ্তানি বাণিজ্যে ভাটা পড়ে এবং ভারতের দেশীয় শিল্প বাণিজ্য ধ্বংস হয়।