প্রিয় নবম শ্রেণির ছাত্রছাত্রী আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পঞ্চম অধ্যায়ের প্রশ্ন "স্পেনের গৃহযুদ্ধ কে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কেন" -এটি।
স্পেনের গৃহযুদ্ধ কে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলার কারণ -
স্পেনে জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বে জাতীয়তাবাদী বিরোধী পক্ষ এবং 'পপুলার ফ্রন্ট' নামক প্রজাতান্ত্রিক সরকারের বিরোধ বাঁধে। এই সংঘর্ষ ১৯৩৬ খ্রিস্টাব্দের জুলাই মাস থেকে ১৯৩৯ খ্রিস্টাব্দের এপ্রিল মাস পর্যন্ত প্রায় তিন বছর ধরে চলেছিল। এই যুদ্ধকেই 'স্পেনের গৃহযুদ্ধ' বলা হয়। এই যুদ্ধকে অনেকে 'দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া' বা 'ক্ষুদে বিশ্বযুদ্ধ' বলে আখ্যায়িত করেছেন। নিন্মে স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলার কারণ আলোচনা করা হল -
ফ্যাসিবাদী ও ফ্যাসিবাদ-বিরোধী রাষ্ট্রের যোগদান ঃ স্পেনের গৃহযুদ্ধে জেনারেল ফ্রাঙ্কোকে ফ্যাসিবাদী ইতালির মুসোলিনি এবং নাৎসিবাদী জার্মানির হিটলার বিভিন্নভাবে সাহায্য করেছিল। ইতালি ৫০ হাজার সেনা এবং জার্মানি ট্যাংক বাহিনী (লুফ্ৎওয়াফা) ও বিমানবাহিনী দিয়ে ফ্রাঙ্কোকে সমর্থন করেছিল। অপরদিকে ফ্যাসিবাদ বিরোধী রাশিয়া স্পেনের প্রজাতন্ত্রী সরকারকে যুদ্ধাস্ত্র এবং সামরিক পরামর্শ দিয়ে সাহায্য করেছিল। স্পেনের গৃহযুদ্ধে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্রের যোগদানের ফলে যুদ্ধের আকার বৃদ্ধি পায়। যার প্রভাব স্পেন-সহ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই জন্য অনেকে স্পেনের গৃহযুদ্ধকে 'দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া' বলেছেন।
বিশ্বযুদ্ধের মহড়া ঃ স্পেনের গৃহযুদ্ধে জেনারেল ফ্রাঙ্কোকে সাহায্য করার সুযোগে জার্মানির নাৎসি নেতা হিটলার আসন্ন বিশ্বযুদ্ধের পূর্বে জার্মানির অস্ত্রশস্ত্র এবং বিমানবাহিনীর শক্তি পরীক্ষার সুযোগ পান। ফলে এই যুদ্ধ একপ্রকার 'দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া'য় পরিণত হয়।
যুদ্ধের প্রসার ঃ ইউরোপের বিভিন্ন দেশ স্পেনের গৃহযুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়েছিল। এই জন্য ঐতিহাসিক ল্যাংসাম স্পেনের গৃহযুদ্ধকে 'ক্ষুদ্র বিশ্বযুদ্ধ' বলে আখ্যায়িত করেছেন।
মূল্যায়ন ঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে জার্মান শাসন হিটলার যে সামরিক দক্ষতার পরিচয় দিয়েছিলেন তার মহড়া তিনি স্পেনের গৃহযুদ্ধের সময়ই দিয়েছিলেন। যেহেতু স্পেনের গৃহযুদ্ধে একদিকে ইতালি-জার্মানির জয় এবং অপরদিকে ইঙ্গ-ফরাসি শক্তির কূটনৈতিক পরাজয় ঘটে সেহেতু এই যুদ্ধকে 'দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া' বলা যেতে পারে।
আরও পড়ুন ঃ