শিল্প বিপ্লবের ফলে বিভিন্ন দেশের উপনিবেশ প্রসারের পরিচয় দাও

শিল্প বিপ্লবের ফলে বিভিন্ন দেশের উপনিবেশ প্রসার -

ইউরোপে শিল্প বিপ্লবের পর শিল্পোন্নত দেশগুলি বিদেশের বাজারে শিল্পজাত পণ্যদ্রব্য বিক্রি এবং বিদেশ থেকে শিল্পের কাঁচামাল সংগ্রহের উদ্দেশ্যে উপনিবেশ স্থাপন করতে থাকে। শিল্প বিপ্লবের পর ইউরোপের শিল্পোন্নত দেশগুলি এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশে নিজেদের উপনিবেশ গড়ে তুলতে থাকে। নিন্মে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, জার্মানি-সহ অন্যান্য দেশের উপনিবেশ সম্পর্কে আলোচনা করা হল -

ইংল্যান্ডের উপনিবেশ ঃ ভারত, আফগানিস্তান, ব্রহ্মদেশ, চীন, সিংহল, দক্ষিণ আফ্রিকা, পশ্চিম আফ্রিকা, উগান্ডা, নাইজেরিয়া, নিউজিল্যান্ড, জর্ডন, সাইপ্রাস, সোমালিল্যান্ড, প্যালেস্টাইন প্রভৃতি দেশে ইংল্যান্ড উপনিবেশ স্থাপন করেছিল।

ফ্রান্সের উপনিবেশ ঃ ফ্রান্সের মূল উপনিবেশগুলি ছিল - সিরিয়া, মরক্কো, ইন্দোচিন, সুদান, টিউনিসিয়া, কঙ্গো, ক্যামেরুন, আলজেরিয়া প্রভৃতি দেশ। 

জার্মানির উপনিবেশ ঃ দক্ষিণ-পশ্চিম আফ্রিকা, টাঙ্গানিকা, ক্যামেরুন, লুসিয়া উপসাগরীয় অঞ্চল ছিল জার্মানির প্রধান উপনিবেশ।

স্পেনের উপনিবেশ ঃ স্পেনের প্রধান উপনিবেশগুলি হল - স্পেনীয় সাহারা, স্পেনীয় মরক্কো, অ্যাঙ্গোলা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, মোজাম্বিক, মেক্সিকো, ফ্লোরিডা, মধ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চল।

হল্যান্ডের উপনিবেশ ঃ ইন্দোনেশিয়া ও সুরিনাম ছিল হল্যান্ডের প্রধান উপনিবেশ।

পর্তুগালের উপনিবেশ ঃ অ্যাঙ্গোলা, মোজাম্বিক, পূর্ব তিমুর ছিল পর্তুগালের প্রধান উপনিবেশ অঞ্চল।

বেলজিয়ামের উপনিবেশ ঃ বেলজিয়ামের প্রধান উপনিবেশ ছিল কঙ্গো, বুরুন্ডি, রোয়ান্ডা প্রভৃতি দেশ। 

মূল্যায়ন ঃ ইউরোপের যেসব দেশে শিল্প বিপ্লবের প্রথম ঢেউ পড়েছিল তারা এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে নিজেদের উপনিবেশ স্থাপন করেছিল। ফলে উপনিবেশের সংখ্যা কমে আসে। পরবর্তীকালে শিল্প বিপ্লব ঘটা দেশগুলি উপনিবেশ না পেয়ে বিভিন্ন দেশের সাথে সাম্রাজ্যবাদী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়।

Post a Comment

Previous Post Next Post