চার্লস ফুরিয়ের বা শার্ল ফুরিয়ের -
কার্ল মার্কস ছিলেন বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের প্রবক্তা। কার্ল মার্কসের পূর্ববর্তী সমাজতন্ত্রীগণকে সাধারণভাবে আদি সমাজতন্ত্রীগণ বা কল্পনাবিলাসী সমাজতন্ত্রবাদী বলা হয়ে থাকে। আদি সমাজতন্ত্রবাদীদের মধ্যে অন্যতম ছিলেন চার্লস ফুরিয়ের বা শার্ল ফুরিয়ের। নিন্মে চার্লস ফুরিয়ের বা শার্ল ফুরিয়ের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল -
মতাদর্শ ঃ সাঁ সিমোঁর মতাদর্শের দ্বারা ফরাসি চিন্তাবিদ শার্ল ফুরিয়ের বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। যেমন -
(i) শার্ল ফুরিয়ের শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য ব্যক্তিগত সম্পত্তি ও পুঁজির বিরোধিতা করেছেন।
(ii) শার্ল ফুরিয়ের বাণিজ্যিক প্রতিযোগিতার বিরোধী ছিলেন। তিনি এটির তীব্র নিন্দা করেছেন।
(iii) তাঁর মতে প্রতিযোগিতার হাত থেকে মুক্তি পাওয়ার উপায় হল পারস্পারিক সহযোগিতা ও সমবায় প্রতিষ্ঠা।
(iv) পুঁজিবাদী আগ্রাসন থেকে রক্ষার উদ্দেশ্যে তিনি সম্পদের বিকেন্দ্রীকরণের কথা ঘোষণা করেছেন।
কমিউন-ভিত্তিক সমাজ ঃ শার্ল ফুরিয়ের 'ফ্যালাঞ্জ' বা কমিউন-ভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন দেখেছেন। তাঁর মতে এক-একটি ফ্যালাঞ্জ বা কমিউন গঠন করার জন্য প্রয়োজন ১৫০০ থেকে ২০০০ হাজার লোক।
উৎপাদন ঃ শার্ল ফুরিয়ের কল্পিত ফ্যালাঞ্জ বা কমিউনগুলিতে প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী খাদ্য ও বস্ত্র উৎপাদন করবে এবং তা নিজ কমিউনের মধ্যে বণ্টন করবে। এই ব্যবস্থায় মজুরি বা লাভ-লোকসানের কোন ব্যবস্থা থাকবে না। ফলে কোন প্রতিযোগিতারও অস্তিত্ব থাকবে না।
দমননীতির অবসান ঃ কমিউনে প্রতিযোগিতাহীন সমাজ প্রতিষ্ঠিত হলে সেখানে মানুষের জীবন অপার সুখ-সমৃদ্ধিতে ভরে যাবে। ফলে এরূপ সমাজে দমননীতির কোন প্রয়োজন হবে না এবং পুলিশ, কারাগার ইত্যাদির কোন অস্তিত্ব থাকবে না বলে শার্ল ফুরিয়ের মনে করেছেন।
মূল্যায়ন ঃ শার্ল ফুরিয়ের আর্থিক প্রতিযোগিতার বদলে আর্থিক সহযোগিতার কথা ঘোষণা করেছেন। ব্যক্তিগত সম্পদের বিরোধী এবং সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী শার্ল ফুরিয়ের একজন কাল্পনিক সমাজতন্ত্রবাদী হিসাবে পরিচিত।
আরও পড়ুন ঃ