হুভার স্থগিতকরণ / হুভার মোরাটোরিয়াম -
১৯২৯ খ্রিস্টাব্দের আমেরিকার অর্থনৈতিক মন্দা ইউরোপ তথা গোটা বিশ্বের অর্থনীতিকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এই পরিস্থিতিতে হারবার্ট ক্লার্ক হুভার ১৯৩১ খ্রিস্টাব্দের ১ জুলাই ক্ষতিপূরণ বা বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের বিষয়ে একটি ঘোষণা প্রকাশ করেন। যেটি 'হুভার স্থগিতকরণ' নামে পরিচিত। নিন্মে হুভার স্থগিতকরণ-এর প্রেক্ষাপট আলোচনা করা হল -
মার্কিন ঋণ প্রদান ঃ ১৯২৯ খ্রিস্টাব্দের আগে জার্মানি আমেরিকার কাছ থেকে ঋণ নিয়ে মিত্রশক্তির দেশগুলিকে ভার্সাই সন্ধির ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করত। মিত্রশক্তি আবার এই ক্ষতিপূরণের অর্থ পেয়ে যুদ্ধের সময় নেওয়া মার্কিন ঋণের কিস্তি পরিশোধ করত।
ঋণ প্রদান বন্ধ ঃ ১৯২৯ খ্রিস্টাব্দে অর্থনৈতিক মন্দার কারণে আমেরিকা জার্মানিকে ঋণ প্রদান বন্ধ করে দেয়। ফলে জার্মানি মিত্রশক্তিকে এবং মিত্রশক্তি আমেরিকাকে ক্ষতিপূরণ বা ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়।
হুভারের ঘোষণা ঃ বিশ্ব অর্থনীতিকে সংকট থেকে রক্ষা করার জন্য মার্কিন রাষ্ট্রপতি হুভার ঘোষণা করেন যে, বিভিন্ন দেশ পরস্পরের ঋণ শোধ ১৯৩১ খ্রিস্টাব্দের ১ জুলাই পর্যন্ত স্থগিত রাখবে। মার্কিন রাষ্ট্রপতি হুভারের এই ঘোষণা 'হুভার স্থগিতকরণ' নামে পরিচিত।
মূল্যায়ন ঃ 'হুভার স্থগিতকরণ' -এর মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশ এক বছরের জন্য আমেরিকাকে ঋণ পরিশোধ থেকে অব্যহতি পেলে বিভিন্ন দেশ নিজেদের অর্থনীতি মজবুত করার সুযোগ পায়। ফলে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক উৎসাহ ছড়িয়ে পড়ে।