শিল্প বিপ্লবের সামাজিক প্রভাব -
অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয় এবং পরবর্তী এক শতকের মধ্যেই তা ইউরোপের সর্বত্র ছড়িয়ে পড়ে। ইউরোপ তথা বিশ্বের সামাজিক ক্ষেত্রে শিল্প বিপ্লবের গভীর ও সুদূরপ্রসারী ফলাফল লক্ষ্য করা যায়। নিন্মে শিল্প বিপ্লবের সামাজিক প্রভাব বা ফলাফল আলোচনা করা হল -
পুঁজিপতি শ্রেণির উদ্ভব ঃ শিল্প বিপ্লবের ফলে ইউরোপীয় সমাজ ব্যবস্থা থেকে পূর্বতন সামন্তশ্রেণির অবলুপ্তি ঘটে এবং নতুন শিল্পপতি শ্রেণি বা পুঁজিপতি শ্রেণির মানুষের আবির্ভাব ঘটে। এই পুঁজিপতিরা শিল্প ক্ষেত্রে বিপুল পরিমাণ মূলধন বিনিয়োগ করে অল্প সময়ের মধ্যেই প্রচুর মুনাফা কামিয়ে অর্থের পাহাড় সৃষ্টি করে।
শ্রমিক শ্রেণির উদ্ভব ঃ শিল্পের প্রসারের ফলে ইউরোপের বিভিন্ন দেশে কারখানার উৎপাদন কার্যে নিযুক্ত শ্রমিক শ্রেণির উদ্ভব ঘটে।
গ্রামীণ জীবনের অবসান ঃ শিল্প বিপ্লবের ফলে শহরগুলিতে শিল্প কারখানা গড়ে উঠতে থাকে। এই কারখানাগুলিতে কাজের উদ্দেশ্যে গ্রাম থেকে অগণিত মানুষ শহরে আসতে শুরু করে। এরফলে গ্রামীণ জীবনের অবক্ষয় ঘটে।
শ্রমিকদের জীবন ঃ দৈনিক ১৭ থেকে ১৮ ঘণ্টা কাজ করে শ্রমিকরা সামান্য মজুরি পেত। তাছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে, অনাহারে, অশিক্ষায় তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল।
শ্রমিক আন্দোলন ঃ শ্রমিকরা শোষণ থেকে মুক্তি ও নিজেদের নাগরিক অধিকার আদায়ের উদ্দেশ্যে আন্দোলন শুরু করে। ফলে ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে শ্রমিক আন্দোলন ছড়িয়ে পড়েছিল।
মূল্যায়ন ঃ শিল্প বিপ্লবের ফলে সমাজে শ্রেণি বৈষম্যের সূচনা ঘটেছিল। মালিক শ্রেণির অর্থনৈতিক শোষণের শিকার থেকে শ্রমিকরা মুক্তির জন্য শ্রমিক সংগঠন তৈরি করে।
আরও পড়ুন ঃ