শিল্প বিপ্লবে নারীদের ভূমিকা আলোচনা করো

শিল্প বিপ্লবে নারীদের ভূমিকা / অবদান -


ইউরোপে শিল্প বিপ্লব শুরু হওয়ার আগে সমাজের নারীদের প্রধান কাজ ছিল গৃহস্থালির কাজকর্ম সম্পন্ন করা। তবে কৃষি উৎপাদনের কাজে মাঝে মধ্যে নারীদের অংশগ্রহণও চোখে পড়ে। শিল্প বিপ্লবের পরবর্তীকালে পরিবারের পুরুষেরা শিল্প-শ্রমিকের কাজে নিযুক্ত হয়ে পড়ে। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় পরিবারের নারীরাও বিভিন্ন ভাবে শিল্পের কাজে যুক্ত হয়ে পড়েছে।

শিল্প বিপ্লবের পূর্বে নারীদের কাজ ঃ শিল্প বিপ্লবের পূর্বে নারীরা কৃষিভিত্তিক সমাজে পুরুষদের সাথে যৌথভাবে উৎপাদনের কাজে অংশ নিত। তাছাড়া অবসর সময়ে নারীরা বস্ত্র ও পশমের কাজের সঙ্গে যুক্ত ছিল।

শিল্পাঞ্চলে আগমন ঃ শিল্প বিপ্লবের ফলে গ্রামাঞ্চল থেকে বহু পুরুষ শহরের কলকারখানাগুলিতে নগদ বেতনের বিনিময়ে কাজ করতে পাড়ি দেয়। এই অবস্থায় পুরুষদের সঙ্গে নারীরাও শহরে এসে ধীরে ধীরে শিল্পের কাজে যুক্ত হয়ে পড়ে।

শ্রমিক হিসাবে নিয়োগ ঃ গ্রামাঞ্চল থেকে আসা শ্রমিকদের বেতন ছিল খুব কম। তারা যে পরিমাণ মজুরি পেত তাতে তাদের পরিবারের সকলের ভরণপোষণের ক্ষেত্রে যথেষ্ট ছিল না। এই পরিস্থিতিতে শ্রমিক পরিবারের কারখানার শ্রমিক হিসাবে কাজ করতে শুরু করে।

দুর্দশা ঃ নারী শ্রমিকরা পুরুষ শ্রমিকদের সমান উৎপাদন করলেও তাদের বেতন পুরুষ শ্রমিকদের সমান হত না। তাছাড়া নারীরা কারখানার কাজ করার পর নিজের গৃহস্থালির কাজ সামলাত। ফলে নারীদের জীবনে দুর্দশার ছায়া নেমে আসে।

পারিবারিক সমস্যা ঃ শ্রমিক পরিবারের পুরুষ ও নারীরা উভয়েই কারখানায় সমান তালে কাজ করত। ফলে পরিবারের কাজকর্ম এবং সন্তান পরিচর্যার ক্ষেত্রে অবহেলা দেখা যেত। এরফলে শ্রমিক পরিবারের জীবনে নানা সমস্যা দেখা দিত। যা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল।

মূল্যায়ন ঃ শিল্প কারখানা গুলিতে নারী ও পুরুষ উভয়েই সমান কাজ করত, কিন্তু নারীরা বেতন বৈষম্যের শিকার হয়েছিল। বিভিন্ন অসুবিধা সহ্য করেও নারীরা কখনো আন্দোলনের পথে পা বাড়ায়নি। ফলে ধীরে ধীরে শিল্প ক্ষেত্রে নারীদের চাহিদা বাড়তে থাকে।


আরও পড়ুন ঃ

Post a Comment

Previous Post Next Post