ঘেটো কি বা ঘেটো বলতে কি বোঝ অথবা টীকা লেখ ঘেটো

ঘেটো কি / ঘেটো বলতে কি বোঝ / ঘেটো সম্পর্কে টীকা লেখ / ঘেটো কাকে বলে -

অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগে ইউরোপে শিল্প বিপ্লব শুরু হলে সমাজে শিল্পায়নের বিভিন্ন প্রভাব লক্ষ্য করা যায়। ইউরোপের বিভিন্ন দেশের শিল্পের প্রসারের একটি গুরুত্বপূর্ণ প্রত্যক্ষ ফল ছিল 'ঘেটো' নামক এক ধরণের বসতির প্রতিষ্ঠা ও প্রসার। নিন্মে ঘেটো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল -

ঘেটো কী ? - 'ঘেটো' বলতে বোঝায় শিল্প-শহরের বিশেষ একটি অঞ্চল। যেখানে সামাজিক, অর্থনৈতিক বা ধর্মীয় সংখ্যালঘু কিছু মানুষ তাদের বসবাসের জায়গা হিসাবে বেছে নিয়েছিল।

'ঘেটো'র ধারণা ঃ 'ঘেটো' শব্দটিকে সর্বপ্রথম ইতালির ভেনিস শহরের একটি নির্দিষ্ট অংশকে বোঝানো হত। যেখানে সাধারণত ইহুদী জাতির মানুষেরা বসবাস করত। পরবর্তীকালে বহিরাগত মানুষদের বসবাসের নির্দিষ্ট অঞ্চল 'ঘেটো' নামে পরিচিত হয়

ঘেটোর প্রসার ঃ শিল্প বিপ্লব ঘটার ফলে ইউরোপের ইংল্যান্ড ও ফ্রান্স-সহ বিভিন্ন দেশের গ্রামাঞ্চলের মানুষ যারা কুটিরশিল্প এবং কৃষিকাজে লিপ্ত ছিল তারা গ্রাম ছেড়ে কলকারখানার কাজের উদ্দেশ্যে শহরে এসে ভিড় জমাতে থাকে। গ্রাম থেকে আসা এইসব মানুষদের খুব কম মজুরিতে কাজ করতে হত। এইসব মানুষদের বসবাসের স্থান ছিল শহরের প্রত্যন্ত অঞ্চল অর্থাৎ ঘেটো অঞ্চল।

ঘেটোর নাগরিক জীবন ঃ ঘেটোর মানুষদের অবস্থা ছিল হতদরিদ্র। তারা শহরের প্রত্যন্ত ঘিঞ্জি বস্তি অঞ্চলে বসবাস করত। এই অস্বাস্থ্যকর পরিবেশে ঘেটোর মানুষজন জীর্ণ কুটীরে অনাদরে অবহেলায় বসবাস করত। কায়ক্লেশে এইসব মানুষদের দিন কাটত।

মূল্যায়ন ঃ পরবর্তীকালে শ্রমিকদের সংগ্রামে ইন্ধন জুগিয়েছিল ঘেটোর দুর্বিষহ জীবন। মালিক শ্রেণির শোষণের বিরুদ্ধে এইসব মানুষরা ক্রমে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হতে শুরু করে। ধীরে ধীরে শ্রমিকরা নিজেদের সংগঠন তৈরি করে এবং নিজেদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন আন্দোলন শুরু করে যার প্রকৃষ্ট উদাহরণ হল লাডাইট দাঙ্গা।

Post a Comment

Previous Post Next Post