প্যারি কমিউন কি ? প্যারি কমিউন গঠনের উদ্দেশ্যে কি ছিল -
১৭৮৯ খ্রিস্টাব্দে ফ্রান্সে ফরাসি বিপ্লব সংঘটিত হয়। এই সময় থেকেই ফ্রান্সে বারংবার বিপ্লব ও গণ-জাগরণ দেখা যায়। এই জাগরণে ফ্রান্সের তৃতীয় সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, বিশেষ করে ফ্রান্সের দরিদ্র শ্রমিক শ্রেণি। বিপ্লবের সময় ফ্রান্সের দরিদ্র শ্রমিকদের প্রতিনিধিরা ১৮৭১ খ্রিস্টাব্দের ১৮ মার্চ 'প্যারি কমিউন' গঠন করেন। নিন্মে প্যারি কমিউনের উদ্দেশ্য তুলে ধরা হল -
প্যারি কমিউন গঠনের উদ্দেশ্য ঃ প্যারি কমিউন গঠনের উদ্দেশ্যগুলি ছিল -
(i) ফ্রান্সের রাজধানী প্যারিসের বিপ্লবী পৌর প্রশাসন পরিচালনা করা।
(ii) প্যারিসের গৌরব ও মর্যাদা বৃদ্ধি করার উদ্দেশ্যে বিভিন্ন কার্যকলাপ সম্পন্ন করা।
(iii) ধীরে ধীরে ফ্রান্সের সমগ্র অঞ্চলে প্যারি কমিউনের আধিপত্য স্থাপন করা।
জনসমর্থন ঃ প্যারি কমিউন ফ্রান্সের সাধারণ মানুষদের তীব্র সমর্থন লাভ করেছিল। প্যারি কমিউনের আন্দোলনে দেশের সাধারণ মানুষের শামিল হওয়ার কারণ ছিল প্যারি কমিউনের দেশপ্রেম এবং তীব্র জার্মান বিরোধিতা।
জনতার অংশগ্রহণ ঃ প্যারি কমিউনের আন্দোলনকে জ্যাকোবিন, সমাজতন্ত্রী প্রভৃতি দলের অনুগামী শ্রমিকরা সমর্থন করেছিল। প্যারি কমিউনের আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দান করেছিলেন বিপ্লবী নেতা অগাস্ত ব্লঙ্কি। প্যারি কমিউনের নেতৃবৃন্দদের প্যারিসের প্রশাসন ব্যবস্থার দায়িত্ব দখল করার জন্য অগাস্ত ব্লঙ্কি বিশেষ ভূমিকা পালন করেছিলেন।
প্যারি কমিউনের কাজ ঃ প্যারি কমিউন নিন্মলিখিত কাজগুলি সম্পন্ন করেছিল -
(i) চার্চ বা রাষ্ট্রের নিয়ন্ত্রণ থেকে প্যারিসের শিক্ষাব্যবস্থাকে মুক্ত করেছিল।
(ii) প্যারি কমিউন দেশের শ্রমিকদের কল্যাণের জন্য বিভিন্ন সংস্কার প্রবর্তন করেছিল।
সরকারের সঙ্গে বিরোধ ঃ ১৮৭০ খ্রিস্টাব্দে ফ্রান্সে তৃতীয় প্রজাতন্ত্রের সূচনা ঘটে। অস্থায়ী ফরাসি প্রজাতান্ত্রিক সরকার ১৮৭১ খ্রিস্টাব্দে জার্মানির সঙ্গে অমর্যাদাকর ফ্রাঙ্কফুর্টের সন্ধি স্বাক্ষরিত করে। এরফলে প্যারি কমিউন দেশের সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে।
প্যারি কমিউনের অবসান ঃ দুই মাস শাসন ক্ষমতা পরিচালনার পর প্যারি কমিউনের হাত থেকে ভার্সাই-এর প্রজাতান্ত্রিক সরকার প্যারি কমিউনের হাত থেকে শাসনক্ষমতা কেড়ে নেন।
মূল্যায়ন ঃ প্রতিষ্ঠার কিছুদিনের মধ্যেই প্যারি কমিউন সেদেশের সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে ওঠে। দেশের শ্রমিকদের স্বার্থ রক্ষায় প্যারি কমিউন বিশেষ ভূমিকা পালন করেছিল।
আরও পড়ুন ঃ