লেনিনের 'নতুন অর্থনৈতিক নীতি' / 'নয়া অর্থনৈতিক নীতি' -
১৯১৭ খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের মধ্যে দিয়ে লেনিনের নেতৃত্বে মার্কসবাদী বলশেভিক দল রাশিয়ার ক্ষমতা দখল করে। এই সময় রুশ রাষ্ট্রপতি লেনিন বিশুদ্ধ মার্কসবাদ থেকে সরে এসে ১৯২১ খ্রিস্টাব্দে একটি নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন। যা নতুন অর্থনৈতিক নীতি' বা 'New Economic Policy' (NEP) নামে পরিচিত।
নয়া অর্থনৈতিক নীতি কর্তৃক গৃহীত পদক্ষেপ -
নতুন অর্থনৈতিক নীতির দ্বারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। যেমন -
কৃষিক্ষেত্রে গৃহীত পদক্ষেপ ঃ কৃষিক্ষেত্রে গৃহীত পদক্ষেপগুলি হল -
(i) সরকার কৃষকদের উদ্বৃত্ত ফসল কেড়ে নেবে না। এই ফসলের জন্য সরকারি কর মিটিয়ে দিলে তা বাজারে বিক্রি করতে পারবে।
(ii) জমিতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকলেও জমির মালিকানা থাকবে কৃষকদের হাতে।
(iii) কৃষি-ব্যাংক গঠন, কৃষিক্ষেত্রে উন্নতি প্রযুক্তি প্রয়োগ প্রভৃতি পদক্ষেপ নেওয়া হবে।
শিল্পক্ষেত্রে গৃহীত পদক্ষেপ ঃ শিল্পক্ষেত্রে গৃহীত পদক্ষেপগুলি হল -
(i) সরকার ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলিতে নিজেদের নিয়ন্ত্রণ বাতিল করবে এবং ব্যক্তিগত মালিকানা স্বীকার করবে।
(ii) ৩৮০০ টি শিল্প প্রতিষ্ঠান বেসরকারি মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়।
(iii) বৃহৎ ও ভারী শিল্প গুলিতে সরকারি মালিকানা বজায় থাকে।
(iv) শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান, কর্মদক্ষতা বৃদ্ধি প্রভৃতির উদ্যোগ নেওয়া হয়।
বাণিজ্যের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ ঃ নয়া অর্থনৈতিক নীতির বাণিজ্যের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপগুলি হল -
(i) বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ রাখা হয়।
(ii) অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ীদের ব্যক্তিগত মূলধন বিনিয়োগের সুযোগ দেওয়া হয়।
(iii) ক্রেতাদের সমবায় সমিতি গঠন করার সুযোগ দেওয়া হয়।
মূল্যায়ন ঃ লেনিন নয়া অর্থনীতির মাধ্যমে রাশিয়ার অর্থনীতিকে শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠা করে। এরফলে রাশিয়ার শ্রমিক ও কৃষকদের উন্নতি ঘটে, বাণিজ্যের উন্নতি ঘটে, বহু শিল্পকেন্দ্র গড়ে ওঠে এবং রাশিয়া নিজেকে শক্তিশালী রাষ্ট্র হিসাবে তুলে ধরতে পারে।
আরও পড়ুন ঃ