প্রিয় ছাত্রছাত্রী আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নবম শ্রেণির ইতিহাসের একটি প্রশ্ন "ভাইমার প্রজাতন্ত্রের পতনের কারণ কি ছিল" -এটি।
ভাইমার প্রজাতন্ত্রের পতনের কারণ -
প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে ফ্রেডরিখ ইবার্টের নেতৃত্বে ১৯১৮ খ্রিস্টাব্দে ভাইমার প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়। কিন্তু ১৯৩৩ খ্রিস্টাব্দে নাৎসি দলের নেতা হিটলার এই প্রজাতন্ত্রের পতন ঘটিয়ে জার্মানিতে নাৎসি সরকার প্রতিষ্ঠা করে। নিম্নে ভাইমার প্রজাতন্ত্রের পতনের কারণ সম্পর্কে আলোচনা করা হল -
ভার্সাই সন্ধির ত্রুটি ঃ ১৯১৯ খ্রিস্টাব্দে ভাইমার প্রজাতান্ত্রিক সরকার ভার্সাই সন্ধি স্বাক্ষর করেছিল। এরপর থেকেই জার্মানবাসীর কাছে এই সরকার 'বিশ্বাসঘাতক' হিসাবে পরিচিত হয়। সেজন্য প্রতিষ্ঠার পর থেকেই এই সরকারের প্রতি দেশের সাধারণ মানুষের সমর্থন ছিল না।
কর্মচারীদের বিরোধিতা ঃ জার্মান কাইজারের আমলের সরকারি কর্মচারীরা নতুন ভাইমার সরকারের প্রতি আনুগত্য স্বীকারের বদলে বিরোধিতা করতে থাকে। ফলে সরকার রাষ্ট্র পরিচালনায় প্রবল সমস্যার সম্মুখীন হয়।
সংহতির অভাব ঃ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যকে নিয়ে প্রজাতান্ত্রিক সরকার ও তার মন্ত্রীসভা প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু তাদের মধ্যে কোনরকম সংহতি, ঐক্য ও সমন্বয় ছিল না। ফলে কর্মসূচি সম্পাদনের মানসিকতার অভাবে সরকার দুর্বল হয়ে পড়েছিল।
স্ট্রেসম্যানের মৃত্যু ঃ ভাইমার প্রজাতান্ত্রিক সরকারের আমলে চ্যান্সেলর ও পররাষ্ট্রমন্ত্রী ছিলেন গুস্টাভ স্ট্রেসম্যান। তিনি দেশের উন্নয়নে বিভিন্ন ভূমিকা গ্রহণ করেছিলেন। কিন্তু ১৯২৯ খ্রিস্টাব্দে তার মৃত্যুর ফলে ভাইমার প্রজাতান্ত্রিক সরকার জোর ধাক্কা খেয়েছিল।
মহামন্দা ঃ ১৯২৯ খ্রিস্টাব্দে সমগ্র বিশ্বজুড়ে অর্থনৈতিক মহামন্দা দেখা দিয়েছিল। ফলে সারা দেশ জুড়ে বেকারত্ব বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং খাদ্যাভাব চরম আকার ধরণ করেছিল।
গণতান্ত্রিক ঐতিহ্যের অভাব ঃ জার্মানবাসী রাজতন্ত্র এবং সামরিক স্বৈরতন্ত্রেই অভ্যস্ত ছিল। তাই নবগঠিত ভাইমার প্রজাতান্ত্রিক সরকার সেভাবে জনপ্রিয়তা লাভ করতে পারেনি।
মূল্যায়ন ঃ জার্মানির অভ্যন্তরে ভাইমার প্রজাতন্ত্র যখন বিভিন্ন ভাবে আক্রান্ত হয়, তখনই বিশ্বজুড়ে মহামন্দা দেখা যায়। ফলে ভাইমার প্রজাতান্ত্রিক সরকার আরও বিপাকে পড়ে যায়। জার্মান অর্থনীতিতে মহামন্দার ধাক্কা সামলানোর মত ক্ষমতা ভাইমার সরকারের ছিল না। তাই বলা যায় ১৯২৯ খ্রিস্টাব্দের বিশ্বজুড়ে অর্থনৈতিক মহামন্দা ভাইমার প্রজাতান্ত্রিক সরকারের দিকে মৃত্যুবান ছুঁড়েছিল, যার ফলে ভাইমার প্রজাতন্ত্রের পতন ঘটে।
আরও পড়ুন ঃ