রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লবের আন্তর্জাতিক প্রভাব বা গুরুত্ব -
১৯১৭ খ্রিস্টাব্দের রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লবের ফলে লেনিনের নেতৃত্বে মার্কসবাদী বলশেভিক দল রাশিয়ার ক্ষমতা দখল করে রাশিয়াকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ঘোষণা করে। রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব শুধু রাশিয়ায় নয়, রাশিয়ার সীমানা ছাড়িয়ে সমগ্র বিশ্বকেই বিভিন্ন ভাবে প্রভাবিত করে। নিন্মে বলশেভিক বিপ্লবের আন্তর্জাতিক গুরুত্ব আলোচনা করা হল -
সাম্যবাদী সরকারের প্রতিষ্ঠা ঃ রুশ বিপ্লবের পর রাশিয়ায় সাম্যবাদের ব্যাপক প্রসার ঘটেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব ইউরোপের পোল্যান্ড, বুলগেরিয়া, যুগোস্লাভিয়া, রোমানিয়া, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, আলবেনিয়া এবং এশিয়া মহাদেশের চিনে সাম্যবাদী সরকার স্থাপিত হয়েছিল। যার পথপ্রদর্শক ছিল রাশিয়ার সাম্যবাদ।
সাম্যবাদী আন্দোলন ঃ রাশিয়ার বলশেভিকদের নেতৃত্বে সাম্যবাদ প্রতিষ্ঠা হয়েছিল। এরপর তা ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে সাম্যবাদী আন্দোলন ছড়িয়ে পড়েছিল। যেমন - ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জার্মানি, কলম্বিয়া, মেক্সিকো, ব্রাজিল, ইন্দোনেশিয়া, কিউবা প্রভৃতি রাষ্ট্র।
আদর্শের সংঘাত ঃ বিপ্লবের পর রাশিয়ায় সমাজতন্ত্রের প্রতিষ্ঠা হয় এবং ধনতন্ত্রবাদের বিরোধী কমিউনিস্টদের উত্থান ঘটে। এরফলে বিশ্বের পুঁজিবাদী রাষ্ট্রগুলি আতঙ্কিত হয়ে পড়ে এবং পুঁজিবাদী রাষ্ট্রগুলির সঙ্গে সাম্যবাদী রাশিয়ার সংঘাতের সম্ভাবনা তৈরি হয়। এই সংঘাতের কারণে পরবর্তীকালে রুশ-মার্কিন সম্পর্কে তিক্ততা শুরু হয়।
ফ্যাসিবাদের প্রসার ঃ রাশিয়ার সাম্যবাদের প্রসারে ইউরোপের বিভিন্ন দেশে সাম্যবাদের প্রসার ঘটতে থাকে। ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি রাষ্ট্র সাম্যবাদের অগ্রগতি রোধ করার জন্য ফ্যাসিবাদের তোষণ নীতির সহায়তা নেয়। ফলে ফ্যাসিবাদের প্রসার ঘটে।
ভারতে প্রভাব ঃ রুশ সাম্যবাদের প্রভাবে শ্রমিক শ্রেণির ব্যাপক সমর্থন নিয়ে ভারতে কমিউনিস্ট পার্টি শক্তিশালী হয়ে ওঠে। শ্রমিক আন্দোলনের ফলে ভারতে ব্রিটিশ শাসন বিপর্যস্ত হয়ে পড়ে।
মূল্যায়ন ঃ ১৯১৭ খ্রিস্টাব্দের বিপ্লবের মাধ্যমে রাশিয়া সাম্যবাদী রাষ্ট্র হিসাবে পরিচিত পায়। কিন্তু সাম্যবাদের প্রসার বিশ্বের পুঁজিবাদী রাষ্ট্রগুলি মেনে নিতে পারেনি। ফলে পুঁজিবাদ ও সাম্যবাদের মধ্যে একটি সংঘাতের সূচনা হয়।।
আরও পড়ুন ঃ