রুশ বিপ্লবের রাজনৈতিক প্রভাব গুলি আলোচনা করো

বলশেভিক বিপ্লব বা রুশ বিপ্লবের রাজনৈতিক প্রভাব -

১৯১৭ খ্রিস্টাব্দের বিপ্লবের ফলে রাশিয়ায় সাম্যবাদ প্রতিষ্ঠা হয়। রুশ বিপ্লবের মাধ্যমে মার্কসবাদী রাষ্ট্র দর্শনের যথার্থ প্রয়োগ ঘটে এবং রাশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। নিন্মে রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লবের রাজনৈতিক প্রভাব বা গুরুত্ব আলোচনা করা হল -

পুরাতন ব্যবস্থার অবসান ঃ ক্ষমতা লাভের পর বলশেভিক দল জারের আমলের সেনেট, পুরনো পার্লামেন্ট 'ডুমা', মিউনিসিপ্যালিটি 'জেমস্টভো' প্রভৃতি ভেঙে দেয়। রাশিয়ার পুরাতন সেনাবাহিনী ভেঙে 'লালফৌজ' গঠন করা হয়।

সোভিয়েত গঠন ঃ বলশেভিক দল রাশিয়ার সাধারণ মানুষদের নিয়ে 'সোভিয়েত' বা পরিষদ গঠন করে। এই পরিষদ গুলির হাতে দেশের যাবতীয় ক্ষমতা তুলে দেওয়া হয়। সোভিয়েত গুলি দেশে নতুন আদালত ও বিচারব্যবস্থার প্রবর্তন করে।

সর্বরুশীয় সরকার গঠন ঃ বলশেভিক নেতা লেনিনের নেতৃত্বে রাশিয়ায় একটি সর্বরুশীয় সরকার প্রতিষ্ঠা করা হয়। এই সরকারে ১০১ জন সদস্যের মধ্যে ৬২ বলশেভিক দলের প্রতিনিধি ছিলেন। কৃষক-শ্রমিক ও সেনাদের প্রতিনিধি ছিল ৩৯ জন। এই সরকারে বিরোধী দলের সন্দেহ ভাজনদের বিতাড়িত করে সমস্ত সরকারি পদে বিশ্বস্ত বলশেভিকদের প্রতিনিধি নিযুক্ত করা হয়েছিল।

সমাজতান্ত্রিক রাষ্ট্র ঃ লেনিনের নেতৃত্বে রাশিয়া বিশ্বের প্রথম সাম্যবাদী রাষ্ট্র বা সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে পরিচিত হয়। সমাজতান্ত্রিক রাষ্ট্র রাশিয়ার নতুন নাম হয় 'ইউনিয়ন অব সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস্' বা USSR.

মূল্যায়ন ঃ বলশেভিক বিপ্লব বা রুশ বিপ্লবের ফলে জারের স্বৈরতন্ত্র, অভিজাততন্ত্র, গির্জার বিশেষ প্রাধান্য প্রভৃতি ক্ষমতার অবসান ঘটে এবং সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়। রুশ বিপ্লবের ফলে রাশিয়ার রাজনীতিতে যে পরিবর্তন আসে তা রাশিয়াকে শক্তিশালী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করেছিল।


আরও পড়ুন ঃ

Post a Comment

Previous Post Next Post