প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্ন - "প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণ" -
১৯১৪ থেকে ১৯১৮ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে সংঘটিত প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তির প্রধান জার্মানি সাফল্যের সঙ্গে অগ্রসর হতে থাকে। কিন্তু পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল জার্মানির বিপক্ষে যেতে থাকে এবং মিত্রশক্তির কাছে জার্মানির পরাজয় ঘটে। নিন্মে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণ গুলি তুলে ধরা হল -
সামরিক শক্তি ঃ জার্মানির সামরিক শক্তি এককভাবে অনেক বেশি ছিল। কিন্তু মিত্রশক্তির মোট সামরিক শক্তির তুলনায় অক্ষশক্তির সামরিক শক্তি যথেষ্ট কম ছিল।
সৈন্য নিয়োগ ঃ মিত্র পক্ষে বিভিন্ন যুদ্ধে বিভিন্ন সেনাবাহিনী নিয়োগ করেছিল। কিন্তু জার্মানির একক সেনাবাহিনী একইসাথে পূর্ব ও পশ্চিম রণাঙ্গনে যুদ্ধ করতে বাধ্য হয়েছিল।
নৌশক্তি ঃ জার্মানির তুলনায় মিত্রপক্ষের নৌশক্তি ছিল অনেক বেশি। বিশেষ করে ইংল্যান্ডের নৌবহরের সঙ্গে যুদ্ধ করা নৌশক্তিতে দুর্বল জার্মানির নৌবহরের পক্ষে সম্ভব ছিলন না।
ঔপনিবেশিক সাম্রাজ্য ঃ জার্মানির তুলনায় ঔপনিবেশিক সাম্রাজ্যে মিত্রপক্ষের ফ্রান্স এবং ইংল্যান্ড অনেক এগিয়ে ছিল। তাদের কাছে সুবিশাল ঔপনিবেশিক সাম্রাজ্য থাকায় যুদ্ধের জন্য প্রয়োজনীয় অর্থবল এবং জনবল ব্যবহার করতে পেরেছিল, যা জার্মানি পারেনি।
আমেরিকার যোগদান ঃ প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকা তার বিপুল সৈন্য, অস্ত্র, অর্থশক্তি নিয়ে মিত্রপক্ষের সঙ্গে জার্মানির বিরুদ্ধে যুদ্ধে যোগদান করে। ফলে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় নিশ্চিত হয়ে পড়ে।
কূটনীতি ঃ প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন কূটনীতির প্রয়োগ করে মিত্রশক্তি, অক্ষশক্তিভুক্ত ইতালিকে নিজেদের দলে টেনে নেয় ফলে জার্মানি যুদ্ধে একা হয়ে যায়, প্রথম বিশ্বযুদ্ধে মিত্রপক্ষ কূটনীতির প্রয়োগ করলেও অক্ষশক্তিভুক্ত জার্মানি তা করতে পারেনি।
যুদ্ধ কৌশল ঃ জার্মানি আক্রমণাত্মক যুদ্ধ কৌশলে দক্ষ ছিল কিন্তু তারা আত্মরক্ষামূলক যুদ্ধে মোটেই পারদর্শী ছিল না। তাছাড়া যুদ্ধের প্রয়োজনে পিছিয়ে যাওয়ার মত ভূখণ্ড রাশিয়ার কাছে থাকলেও জার্মানির কাছে তা ছিল না। ফলে জার্মানির পরাজয় একপ্রকার নিশ্চিত হয়ে পড়ে।
`
মূল্যায়ন ঃ প্রথম বিশ্বযুদ্ধে শেষপর্যন্ত জার্মানির পরাজয় ঘটে এবং মিত্রশক্তি জার্মানির ওপর বিভিন্ন দমনমূলক সন্ধি চাপিয়ে দিয়েছিল। ফলে জার্মানি ক্ষুব্ধ হয় এবং এই সন্ধি থেকে বেরিয়ে আসতে চায়।
আরও পড়ুন ঃ