রুশ বিপ্লবের অর্থনৈতিক প্রভাব আলোচনা করো

রুশ বিপ্লবের অর্থনৈতিক প্রভাব -

১৯১৭ খ্রিস্টাব্দের রাশিয়ায় রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ার মধ্যযুগীয় জারতন্ত্রের অবসান ঘটে এবং বলশেভিক দলের নেতৃত্বে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়। রুশ বা বলশেভিক বিপ্লব রাশিয়ার অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন প্রভাব ফেলেছিল। যেমন -

কৃষকদের স্বার্থ রক্ষা ঃ রুশ বিপ্লবের মধ্যে দিয়ে বলশেভিক দল রাশিয়ায় 'সর্বহারার একনায়কত্ব' প্রতিষ্ঠা করে। কোনরকম ক্ষতিপূরণ ছাড়াই জমিদারদের জমি কেড়ে নেওয়া হয় এবং তা কৃষকদের মধ্যে বণ্টন করা হয়। 

শ্রমিকদের স্বার্থ রক্ষা ঃ বলশেভিকরা শিল্প কারখানাগুলির জাতীয়করণ করে সেগুলি পরিচালনার দায়িত্ব দেশের সাধারণ শ্রমিকদের ওপর দেয়। শ্রমিকদের কাজের সময় ৮ ঘটনা বেঁধে দেওয়া হয় এবং তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হয়।

ব্যক্তিগত মালিকানার অবসান ঃ রুশ বিপ্লবের পর বলশেভিকরা সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানার অবসান ঘটায় এবং রাষ্ট্রীয় মালিকানার প্রতিষ্ঠা করে। দেশের যাবতীয় উপকরণ, প্রাকৃতিক সম্পদ, রেলপথ, ব্যাংক প্রভৃতি রাষ্ট্রীয় মালিকানার অধীনে আনা হয়।

ঋণ বাতিল ঃ যুদ্ধের সময় পুরাতন রুশ সরকার বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ গ্রহণ করেছিল কিন্তু নবগঠিত সাম্যবাদী সরকার সমস্ত প্রকার বৈদেশিক ঋণ এবং অভ্যন্তরীণ ঋণ বাতিলের ঘোষণা করেছিল।

অর্থনৈতিক পরিষদ ঃ বিপ্লবের পর রাশিয়ার অর্থনৈতিক উন্নতির জন্য একটি অর্থনৈতিক পরিষদ গঠন করা হয়।

মূল্যায়ন ঃ রুশ বিপ্লবের ফলে রাশিয়ায় ব্যক্তিগত মালিকানা এবং ব্যক্তিগত মুনাফার নীতি বাতিল বলে ঘোষণা করা হয়। উৎপাদন ব্যবস্থার জাতীয়করণ করা হয়। এইভাবে রুশ বিপ্লবের পর রাশিয়ায় এক নতুন ধরণের অর্থনৈতিক কাঠামো গড়ে ওঠে যা রাশিয়াকে ভবিষ্যতে বিশ্বের শক্তিধর দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে।


আরও পড়ুন ঃ


Post a Comment

Previous Post Next Post