পার্ল হারবারের ঘটনা কি ছিল

প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব "পার্ল হারবারের ঘটনা কি ছিল" -এই প্রশ্নটি। 

পার্ল হারবারের ঘটনা -

প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপে অবস্থিত একটি দ্বীপ হল পার্ল হারবার। এই অঞ্চলে আমেরিকা তার নৌঘাঁটি স্থাপন করেছিল। ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এশিয়ার রাষ্ট্র জাপান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং দূরপ্রাচ্যের বিভিন্ন স্থানে আগ্রাসী নীতি প্রয়োগ করতে শুরু করে। কিন্তু আমেরিকা জাপানের এই আগ্রাসনের বিরোধিতা করে। ফলে আমেরিকা ও জাপানের সম্পর্কের অবনতি ঘটে। নিন্মে পার্ল হারবারের ঘটনা আলোচনা করা হল -

আমেরিকার উদ্যোগ ঃ জাপানের আগ্রাসী নীতির ফলে আমেরিকা - 

     (i) আমেরিকা জাপানের সঙ্গে পুরোনো বাণিজ্যিক চুক্তি বাতিল করে দেয়। 

     (ii) জাপানে পেট্রোলিয়ামজাত পণ্য-সহ আরও কিছু পণ্যের সরবরাহ বন্ধ করে দেয়।

     (iii) আমেরিকায় অবস্থিত জাপানের সম্পত্তি বাজেয়াপ্ত করে।

জাপানের আগ্রাসী নীতির বিরুদ্ধে আমেরিকার গৃহীত পদক্ষেপের ফলে জাপান আমেরিকার ওপর ক্ষুব্ধ হয়।

যুদ্ধের সম্ভাবনা ঃ জাপান ১৯৪১ খ্রিস্টাব্দে খনিজ তেল সমৃদ্ধ দক্ষিণ ইন্দোচিন দখল করে নেয়। ফলে জাপানের সঙ্গে আমেরিকা সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে এবং চীন ও ইন্দোচিন থেকে জাপানি সেনা প্রত্যাহারের দাবি জানায়। আমেরিকার এই দাবি জাপান মানতে রাজি না হলে উভয় পক্ষের মধ্যে যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়।

পার্ল হারবারে আক্রমণ ঃ ১৯৪১ খ্রিস্টাব্দের ৭ ডিসেম্বর সকালে বিশাল নৌবহর এবং ৩৩৫ টি যুদ্ধবিমান নিয়ে ভাইস অ্যাডমিরাল নোগুচি-র নেতৃত্বে জাপান, আমেরিকার পার্ল হারবারে বোমাবর্ষণ শুরু করে। জাপান মার্কিন নৌঘাঁটি ধ্বংস করে দেয়। এই ঘটনা ইতিহাসে 'পার্ল হারবারের ঘটনা' নামে পরিচিত।

আমেরিকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান ঃ পার্ল হারবারের ঘটনার পরেরদিন আমেরিকা নিরপেক্ষতা নীতি ত্যাগ করে সক্রিয়ভাবে জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এইভাবে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে। ফলে প্রাচ্যেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়ে।

মূল্যায়ন ঃ ৭ ডিসেম্বর জাপান কর্তৃক আমেরিকার নৌঘাঁটি পার্ল হারবার ধ্বংসের দিনটিকে মার্কিন রাষ্ট্রপতি একটি কলঙ্কিত দিন হিসাবে অভিহিত করেছেন। ঐতিহাসিক উইলফ্রিড জাপানের পক্ষে এই দিনটিকে 'এক সর্বনাশা মূঢ়তার দিন' বলে আখ্যায়িত করেছেন


আরও পড়ুন ঃ


Post a Comment

Previous Post Next Post