জুলাই বিপ্লবের প্রতি রামমোহনের দৃষ্টিভঙ্গি -
স্বৈরাচারী রাজা দশম চার্লসের অপশাসনের বিরুদ্ধে ১৮৩০ খ্রিস্টাব্দের ফ্রান্সে জুলাই বিপ্লব শুরু হয়। ইউরোপের স্বৈরাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে জুলাই বিপ্লব ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তৎকালীন বাংলা তথা ভারতের সমাজ সংস্কারক এবং 'ভারতের আধুনিক মানুষ' রাজা রামমোহন রায় ইউরোপের জুলাই বিপ্লবের প্রতি তাঁর আন্তরিক সমর্থন প্রদর্শন করেছেন। জুলাই বিপ্লবের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি কেমন ছিল তা নিন্মে আলোচনা করা হল -
বুরবোঁ রাজবংশের পতন ঃ ফ্রান্সের জুলাই বিপ্লবের ফলে সেখানকার স্বৈরাচারী বুরবোঁ রাজবংশের পতন ঘটেছিল। এর ফলে রামমোহন খুবই আনন্দিত হয়েছিলেন।
ফরাসীদের অভিনন্দন ঃ জুলাই বিপ্লবে বিপ্লবীদের সাফল্যে রামমোহন ইংল্যান্ডে গিয়ে ফরাসীদের অভিনন্দন জানানোর জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন। তিনি ফরাসি রণতরীতে গিয়ে বিপ্লবী ফ্রান্সের ত্রিবর্ণরঞ্জিত পতাকাকে অভিবাদন জানান। এর থেকে রামমোহনের বিশ্বসৌভ্রাতৃত্ববোধ-এর পরিচয় মেলে।
স্বাধীনতায় উদ্দীপনা ঃ ফ্রান্সের জুলাই বিপ্লব গোটা বিশ্বের স্বাধীনতাকামী জাতিগুলিকে বিশেষ উদ্দীপনা সঞ্চার করেছিল। রাজা রামমোহন এই উদ্দীপনাকে আন্তরিক ভাবে সমর্থন করেছিলেন।
আমেরিকায় মুক্তিযুদ্ধ ঃ জুলাই বিপ্লবের ফলে আমেরিকার স্পেনের উপনিবেশগুলিতে মুক্তি আন্দোলন শুরু হয়েছিল। কয়েকটি উপনিবেশ স্পেনের উপনিবেশ ছিন্ন করে স্বাধীন হয়ে যায়। এই ঘটনা রাজা রামমোহনকে আনন্দ দান করেছিল।
ইতালির ব্যর্থতা ঃ জুলাই বিপ্লবের সময়কালে অস্ট্রিয়ার বিরুদ্ধে ইতালির নেপলসে ব্যাপক বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। তবে মেটারনিকের দমনমূলক নীতির ফলে শেষপর্যন্ত এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। এই ঘটনা রাজা রামমোহনকে ব্যথিত করেছিল।
মূল্যায়ন ঃ রাজা রামমোহন রায় ছিলেন মানবতার মূর্ত প্রতীক। ১৮৩০ খ্রিস্টাব্দের জুলাই বিপ্লব যে মানবতার জয়গান গেয়েছিল, রামমোহন তাতে আশার আলো খুঁজে পেয়েছিলেন।