ফেব্রুয়ারি বিপ্লবের প্রসারের বিবরণ দাও

ফেব্রুয়ারি বিপ্লবের প্রসার -

ফ্রান্সের অর্লিয়েন্স বংশীয় সম্রাট লুই ফিলিপের রাজত্বকালে তাঁর অপশাসনের বিরুদ্ধে দেশের সমস্ত জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে। এর ফলে ১৮৪৮ খ্রিস্টাব্দে লুই ফিলিপের বিরুদ্ধে ফেব্রুয়ারি বিপ্লব শুরু হয়। এই বিপ্লবের বীজ অঙ্কুরিত হয়েছিল ১৮৪৭ খ্রিস্টাব্দে এবং ১৮৪৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে তা চূড়ান্ত রূপ লাভ করে। নিন্মে ফেব্রুয়ারি বিপ্লবের প্রসার সম্পর্কে আলোচনা করা হল -

ভোটাধিকারের দাবি ঃ থিয়ার্স, লা মার্টিন প্রমুখ নেতার নেতৃত্বে ভোটাধিকার সংস্কার ও সম্প্রসারণের দাবিতে আন্দোলন শুরু হয়। তবে রাজা লুই ফিলিপের প্রধানমন্ত্রী গিজো এই দাবি অস্বীকার করেছিলেন।

অগ্নিগর্ভ প্যারিস ঃ প্যারিসে ভোটাধিকারের দাবিতে আয়োজিত এক জনসভা পুলিশ ভেঙে দিলে প্যারিস অগ্নিগর্ভ হয়ে ওঠে। এই সময় সাধারণ শ্রমিকরা প্রধানমন্ত্রী গিজোর বিরুদ্ধে স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তোলে। জনতার আন্দোলনের চাপে লুই ফিলিপ প্রধানমন্ত্রী গিজোকে পদচ্যুত করে।

গিজোর পদচ্যুতি ঃ ১৮৪৮ খ্রিস্টাব্দের ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী গিজোর বাসভবনের সামনে রক্ষীদের গুলিতে বিক্ষোভরত জনতার মধ্যে ২৩ জন জনতার মৃত্যু হয় এবং ৩০ জন আহত হয়। এরফলে ক্ষুব্ধ জনতা লুই ফিলিপের পদত্যাগের দাবিতে সশস্ত্র আন্দোলনে ঝাপিয়ে পড়ে।

লুই ফিলিপের পদত্যাগ ঃ জনতার আন্দোলনের চাপে ২৪ ফেব্রুয়ারি লুই ফিলিপ পদত্যাগ করেন। এরপর লুই ফিলিপ ইংল্যান্ডে আশ্রয় নেন। এরফলে জুলাই রাজতন্ত্রের পতন ঘটে। এরপর ২৬ ফেব্রুয়ারি প্রজাতন্ত্রী এবং সমাজতন্ত্রী নেতারা ফ্রান্সকে 'প্রজাতন্ত্র' বলে ঘোষণা করে। 

মূল্যায়ন ঃ ফেব্রুয়ারি বিপ্লব মাত্র তিনদিন স্থায়ী হয়েছিল। মাত্র তিনদিনের বিপ্লবেই ফ্রান্সের ইতিহাসের মোড় ঘুরে যায়। ১৮৪৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লব ছিল সমস্ত বিপ্লবের মধ্যে ক্ষণস্থায়ী এবং কম রক্তক্ষয়ী। 


আরও পড়ুন ঃ

Post a Comment

Previous Post Next Post