ফ্রান্সের অভ্যন্তরে ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল গুলি লেখ

ফ্রান্সের অভ্যন্তরে ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল -

১৮৩০ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের দ্বারা ফ্রান্সে অর্লিয়েন্সঁ বংশের লুই ফিলিপ ফ্রান্সের সম্রাট হন। কিন্তু মাত্র দুই দশকের মধ্যে দেশের জনগণ তাঁর অপশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে। অবশেষে ১৮৪৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের ফলে তাঁর পতন ঘটে। লুই ফিলিপের পতনের ফলে ফ্রান্সের অভ্যন্তরে বিভিন্ন ফলাফল লক্ষ্য করা যায়। যেমন -

প্রজাতন্ত্র প্রতিষ্ঠা ঃ ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্সে অর্লিয়েন্স রাজবংশের পতন ঘটলে সেখানে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। নতুন প্রজাতান্ত্রিক সরকার বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপের কথা ঘোষণা করে। 

নতুন আইনসভা ঃ বিপ্লবের পর সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে ফ্রান্সে এককক্ষবিশিষ্ট আইনসভা গঠন করা হয়। নবগঠিত আইনসভা লুই নেপোলিয়নকে চার বছরের জন্য ফ্রান্সের রাষ্ট্রপতি নির্বাচন করে।

সাধারণ মানুষের ভোটাধিকার ঃ ভোটাধিকার সম্প্রসারণের ফলে ফ্রান্সের সাধারণ জনগণ তথা নিন্মবিত্ত বুর্জোয়ারা ভোটদানের অধিকার পায়। পাশাপাশি তারা বিভিন্ন রাজনৈতিক ক্ষমতাও লাভ করে।

শ্রমিককল্যাণ ঃ নবগঠিত প্রজাতান্ত্রিক সরকার শ্রমিক শ্রেণির উন্নতির জন্য শ্রম কমিশন গঠন করে এবং শ্রমিকদের কাজের সীমা বেঁধে দেওয়া হয়।

বেকারদের জন্য পদক্ষেপ ঃ প্রজাতান্ত্রিক সরকার দেশের সকলের জন্য কাজের অধিকারের স্বীকৃতি প্রদান করে। বেকারদেড় কাজের জন্য সেখানে 'জাতীয় কর্মশালা' স্থাপন করা হয়।

মূল্যায়ন ঃ ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্সে অল্প সময়ের মধ্যে নানা প্রগতিশীল পরিবর্তনের সম্ভাবনা দেখা যায়। কিন্তু বেশিরভাগই বাস্তবে কার্যকরী হয়নি। এজন্য কেউ কেউ ১৮৪৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবকে অর্ধ বিপ্লব বলে আখ্যায়িত করেছেন।


আরও পড়ুন ঃ

Post a Comment

Previous Post Next Post