সাঁ সিমোঁ (সাঁ সিমো) / সেন্ট সাইমন -
শিল্প বিপ্লবের পরবর্তীকালে অষ্টাদশ শতকের শেষভাগ এবং ঊনবিংশ শতকের শুরুরদিকে শ্রমিক শ্রেণির মধ্যে সমাজতান্ত্রিক ভাবধারা জনপ্রিয় হয়ে উঠতে থাকে। এই পর্যায়ের সমাজতন্ত্রীদের আদি সমাজতন্ত্রবাদী বলা হয়ে থাকে। আদি সমাজতন্ত্রীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সাঁ সিমোঁ বা সেন্ট সাইমন। তিনি ১৭৬০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং ১৮২৫ খ্রিস্টাব্দে তাঁর মৃত্যু হয়। নিন্মে সাঁ সিমোঁ (সা সিমো) বা সেন্ট সাইমন-এর পরিচয়, মতাদর্শ সম্পর্কে আলোচনা করা হল -
পরিচয় ঃ সাঁ সিমোঁ ছিলেন একজন ফরাসি সমাজতন্ত্রী। তিনি তিনি 'ফরাসি সমাজতন্ত্রের জনক', 'ইউরোপীয় সমাজতন্ত্রবাদের আদি গুরু' ইত্যাদি নামে বিশেষ পরিচিত। তাঁর লেখা 'নব খ্রিস্টবাদ' গ্রন্থে সমাজতন্ত্র সম্পর্কে তাঁর চিন্তাধারার প্রকাশ পাওয়া যায়।
সাঁ সিমোঁ-র মতাদর্শ ঃ সাঁ সিমোঁর মতাদর্শগুলি হল -
(i) তৎকালীন প্রচলিত খ্রিস্টধর্ম সামাজিক শোষণ ও বৈষম্যের অবসান ঘটাতে ব্যর্থ। সেজন্য সমাজে 'নব খ্রিস্টবাদ' প্রচার করা প্রয়োজন।
(ii) দরিদ্রদের শোষণ করে ধনীরা তাদের সম্পদ বাড়িয়ে চলেছে। ফলে ধনী হচ্ছে আরও ধনী এবং দরিদ্র হচ্ছে আরও দরিদ্র।
(iii) ধনবণ্টনে বৈষম্য থাকার ফলে সমাজে ধনী ও দরিদ্রশ্রেণির জন্ম হয়েছে।
(iv) সম্পত্তির উত্তরাধিকারীর অবসান ঘটাতে পারলে সামাজিক বৈষম্য দূর করা সম্ভব হবে।
(v) শিক্ষা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটাতে পারলে মালিকরা শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হবে। এরফলে সমাজে শ্রমিক শ্রেণি শোষণ থেকে মুক্তি পাবে।
সাঁ সিমোঁ-র মতাদর্শের ত্রুটি ঃ তৎকালীন সামাজিক পরিস্থিতিতে সাঁ সিমোঁর মতাদর্শের কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। যেমন -
(i) সা সিমো মালিক ও শ্রমিক শ্রেণির সুসম্পর্কের দ্বারা সমাজতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন।
(ii) তিনি কখনোই শ্রেণি সংগ্রামের গুরুত্ব উপলব্ধি করতে পারেননি। শ্রেণি সংগ্রামের বিষয়টি তাঁর চিন্তাধারার বাইরে ছিল।
সাঁ সিমোঁ-র মতাদর্শের গুরুত্ব ঃ কিছু ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও সাঁ সিমোঁ মতাদর্শের গুরুত্বকে একেবারে অস্বীকার করা যায় না। কারণ -
(i) তিনিই প্রথম একথা বলেছিলেন যে, প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে এবং প্রত্যেকে তার প্রয়োজন অনুযায়ী রাষ্ট্রের কাছ থেকে সামগ্রী গ্রহণ করবে। এরফলে বিরোধ সৃষ্টি হবে না।
(ii) তিনি দেশের উৎপাদন ব্যবস্থার ওপর ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানা স্থাপন করার কথা বলেছিলেন।
(iii) সাঁ সিমোঁ বলেছেন সমাজে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করতে পারলে একটি প্রতিযোগিতাহীন সমাজ গড়ে উঠবে।
মূল্যায়ন ঃ সাঁ সিমোঁ বা সেন্ট সাইমন যে শিল্প রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিলেন তাতে শ্রমিক ও মালিক শ্রেণি পরস্পর সহযোগী হবে। সাঁ সিমোঁ-র এই ভাবধারা ফ্রান্সে সমাজতান্ত্রিক ভাবধারা প্রসারে সাহায্য করেছিল। এজন্য তাঁকে 'ফরাসি সমাজতন্ত্রের জনক' হিসাবে অভিহিত করা হয়।
আরও পড়ুন ঃ