শিল্প বিপ্লব বলতে কি বোঝায়

প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব "শিল্প বিপ্লব বলতে কী বোঝায়" / "শিল্প বিপ্লব বলতে কি বোঝায়" / "শিল্প বিপ্লব কাকে বলে" -এই প্রশ্নটি।

শিল্প বিপ্লব -

অষ্টাদশ শতকের প্রথমভাগ পর্যন্ত ইউরোপীয় অর্থনীতি ছিল মূলত কৃষিনির্ভর। কিন্তু এই শতকের দ্বিতীয় ভাগে শিল্পক্ষেত্রে যন্ত্রপাতি ব্যবহারের ফলে শিল্পোৎপাদন বৃদ্ধি পায়। এই ঘটনাকেই সাধারণ অর্থে শিল্প বিপ্লব বলা হয়। কিন্তু 'শিল্প বিপ্লব' -এর সংজ্ঞা নিয়ে ঐতিহাসিক মহলে বিতর্ক আছে।


শিল্প বিপ্লবের ধারণা ঃ সাধারণ অর্থে শিল্প বিপ্লব বলতে বোঝায়, অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার এবং তা শিল্পক্ষেত্রে ব্যবহারের ফলে শিল্পোৎপাদনের যে পরিমাণগত ও গুণগত পরিবর্তন লক্ষ্য করা যায় তাকেই 'শিল্পবিপ্লব' বলা হয়।

শিল্প বিপ্লব সম্পর্কে ঐতিহাসিক ফিশার-এর মত ঃ ঐতিহাসিক ফিশারের মতে শিল্প বিপ্লব হল, দৈহিক পরিশ্রমের পরিবর্তে যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে শিল্প সামগ্রির উৎপাদন বৃদ্ধি।

শিল্প বিপ্লব সম্পর্কে ফিলিস ডিন-এর মত ঃ অধ্যাপক ফিলিস ডিন-এর মতে শিল্প বিপ্লব হল, শিল্পক্ষেত্রে -

     (i) বিপুল পুঁজির বিনিয়োগ করা।

     (ii) পুঁজি সরবরাহের জন্য ব্যাংক প্রতিষ্ঠা করা।

     (iii) যন্ত্রচালিত কলকারখানা প্রতিষ্ঠা করা।

     (iv) উৎপাদনকার্যে মজুরির বিনিময়ে শ্রমিক নিয়োগ করা।

     (v) পণ্য বিক্রি করে মুনাফা অর্জনের জন্য উৎপাদন করা।

     (vi) পণ্য পরিবহণের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটানো।

শিল্পক্ষেত্রে এগুলি ঘটলে তাকে শিল্পবিপ্লব বলা হয়।

মূল্যায়ন ঃ শিল্প বিপ্লবের ফলে মানুষের দৈহিক পরিশ্রমে পণ্য উৎপাদনের পদ্ধতি পাল্টে যায়। শিল্প বিপ্লব পণ্য উৎপাদন ব্যবস্থাকে যন্ত্রনির্ভর করে তোলে। শিল্প বিপ্লব মানুষকে কৃষি, পশুপালকের জীবন থেকে বের করে জড়শক্তিচালিত যন্ত্রের ব্যবহারকারী জগতে ঠেলে দেয়। শিল্প বিপ্লব প্রসঙ্গে ঐতিহাসিক হবসবম বলেছেন, পৃথিবীর লিখিত ইতিহাসে মানুষের জীবনে সবচেয়ে বেশি মৌলিক পরিবর্তন এনেছে শিল্প বিপ্লব।


আরও পড়ুন ঃ

Post a Comment

Previous Post Next Post