শিল্প বিপ্লব কথাটির উৎপত্তি সম্পর্কে কি জান ? সর্বপ্রথম কোথায় ও কোন সময় শিল্প বিপ্লব সংঘটিত হয়

শিল্প বিপ্লব কথাটির উৎপত্তি -

অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগ নাগাদ ইউরোপের শিল্প ক্ষেত্রে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে শিল্পোৎপাদনের যে পরিমাণগত এবং গুণগত অগ্রগতি লক্ষ্য করা যায়, তাকেই শিল্প বিপ্লব বলা হয়।

ইংরেজি শব্দ 'Industrial Revolution'  কথাটির বাংলা প্রতিশব্দ 'শিল্পবিপ্লব'। ১৮৩৭ খ্রিস্টাব্দে ফরাসি দার্শনিক অগাস্ত ব্লঙ্কি সর্বপ্রথম 'শিল্প বিপ্লব' কথাটি ব্যবহার করেছিলেন। তবে পরবর্তীকালে অক্সফোর্ড বক্তৃতামালায় ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি 'শিল্পবিপ্লব' কথাটিকে জনপ্রিয় করে তুলেছিলেন।


শিল্প বিপ্লব প্রথম কোথায় সংঘটিত হয় ?


সর্বপ্রথম শিল্প বিপ্লবের সূত্রপাত ঘটেছিল ইংল্যান্ডে। ইংল্যান্ড থেকে পরবর্তীকালে জার্মানি, ফ্রান্স, রাশিয়া, সুইজারল্যান্ড ইত্যাদি দেশে শিল্পবিপ্লবের সূত্রপাত ঘটে।


শিল্প বিপ্লবের সূচনাকাল -


সাধারণভাবে শিল্প বিপ্লবের সূচনাকালকে শিল্প 'উড়ান' বা 'টেক অফ' বলা হয়ে থাকে। ইংল্যান্ডে ঠিক কবে শিল্প বিপ্লবের সূচনা ঘটেছিল তা নিয়ে পণ্ডিতমহলে মতপার্থক্য রয়েছে। যেমন - 

     (i) ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি-এর মতে ১৭৬০ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা ঘটেছিল।

     (ii) আবার কেউ কেউ মনে করেন যে, ১৭৮০ -এর দশকে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা ঘটেছিল। তবে বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন যে, অষ্টাদশ শতকের ষাট ও আশির দশকের মধ্যবর্তী কোন সময়ে অর্থাৎ ১৭৬০ খ্রিস্টাব্দ থেকে ১৭৮০ খ্রিস্টাব্দের মধ্যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল।

মূল্যায়ন ঃ ছয় হাজার বছরের পুরনো মানব সভ্যতার ইতিহাসে শিল্প বিপ্লবের সূচনা মাত্র দুই দশকের পুরনো। সময়সীমা অল্প হলেও শিল্প বিপ্লব যে মানব সভ্যতার ধারাকে আমূল পরিবর্তন করেছে তা নিয়ে কোন সন্দেহ নেই।

Post a Comment

Previous Post Next Post