রক্তাক্ত রবিবার বলতে কি বোঝ

প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নবম শ্রেণির ইতিহাস (Class nine History) পঞ্চম অধ্যায় (5th chapter) শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ থেকে একটি 4 মার্কের প্রশ্ন - "রক্তাক্ত রবিবার বলতে কি বোঝ"। 

রক্তাক্ত রবিবার - 

১৯০৫ খ্রিস্টাব্দে ৯ জানুয়ারি রবিবার রাশিয়ার বিপ্লবের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। যেটি 'রক্তাক্ত রবিবার' হিসাবে পরিচিত। নিন্মে রক্তাক্ত রবিবার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল -

শ্রমিকদের মিছিল ঃ ১৯০৫ খ্রিস্টাব্দের ৯ জানুয়ারি রবিবার সেন্ট পিটার্সবার্গে ধর্মযাজক ফাদার গ্যাপন-এর নেতৃত্বে প্রায় ৬ হাজার শান্তিপূর্ণ মিছিলে শামিল হয়েছিল।

শ্রমিকদের দাবি ঃ মিছিলে অংশগ্রহণকারী শ্রমিকদের মূল দাবি ছিল -

     (i) কলকারখানাগুলিতে কাজের সময় কমাতে হবে। কাজের সীমা আট ঘণ্টা করতে হবে।

     (ii) রাজনৈতিক বন্দিদের কারাগার থেকে মুক্তি দিতে হবে।

     (iii) সংবিধান সভার আহ্বান করতে হবে ইত্যাদি। 

মিছিলে গুলিবর্ষণ ঃ রুশ জারের নির্দেশে রাশিয়ার পুলিশবাহিনী ইচ্ছাকৃত ভাবে শান্তিপূর্ণ মিছিলের শ্রমিকদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করেছিল। এরফলে এক হাজারের বেশি শ্রমিকের মৃত্যু ঘটে এবং দুই হাজারের বেশি শ্রমিক আহত হয়েছিল। এই ঘটনা ইতিহাসে 'রক্তাক্ত রবিবার' নামে পরিচিত।

বিপ্লবের প্রসার ঃ রক্তাক্ত রবিবারের ঘটনার পর রাশিয়ার লক্ষ লক্ষ শ্রমিক পথে নেমে ধর্মঘটে শামিল হয়। গ্রামের শ্রমিকরা বিদ্রোহ করে জমিদারের বাড়িগুলি আগুন লাগিয়ে দেয়। রুশ সেনাবাহিনীর একাংশও এই বিক্ষোভে শ্রমিকদের সাথে অংশগ্রহণ করেছিল।

মূল্যায়ন ঃ 'রক্তাক্ত রবিবার'-এর ঘটনাকে কেন্দ্র করে রাশিয়ায় তীব্র আন্দোলন ছড়িয়ে পড়ে। শ্রমিকরা ঐক্যবদ্ধ ভাবে জারতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই বিদ্রোহে সাধারণ কৃষক, ভূমিদাস এমনকি সেনাদের একাংশও যোগদান করেছিল। তবে শেষপর্যন্ত এই বিদ্রোহ ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল।


আরও পড়ুন ঃ


Post a Comment

Previous Post Next Post