জারতন্ত্রের আমলে রাশিয়ার সামাজিক অবস্থা কেমন ছিল

জারতন্ত্রের আমলে রাশিয়ার সামাজিক অবস্থা -

রাশিয়ায় জারতন্ত্রের আমলে সমাজ ছিল খুবই অনগ্রসর। এই সময় সমাজে দুটি সম্প্রদায়ের অস্তিত্ব ছিল। একটি হল ধনী অভিজাত সম্প্রদায় এবং অপরটি হল শোষিত-নিপীড়িত কৃষক সম্প্রদায়। নিন্মে জারতন্ত্রের আমলে রাশিয়ার সামাজিক অবস্থার বর্ণনা দেওয়া হল -

অভিজাত সম্প্রদায় ঃ রাশিয়ায় অভিজাত পরিবারের সংখ্যা ছিল মাত্র ১ লক্ষ ৪০ হাজার। অভিজাতরা বিরাট জমিদারির মালিক হতেন। তাদের অধীনে ম্যানর এবং অসংখ্য ভুমিদাস থাকত। অভিজাতরা সীমাহীন বংশমর্যাদা, রাজনৈতিক অধিকার ও বিভিন্ন সুযোগসুবিধার অধিকারী ছিল।

কৃষক সম্প্রদায় ঃ রাশিয়ার মোট জনসংখ্যার ৯৪.৫ শতাংশ মানুষ ছিল সাধারণ কৃষক। কৃষকরা দুটি ভাগে বিভক্ত ছিল। একটি হল স্বাধীন কৃষক এবং অন্যটি ভূমিদাস। ক্ষুদ্র জমির মালিকরা অনেক সময় তাদের জমি ধনী মালিকের হাতে তুলে দিতেন এবং ধনী মালিকের কাছে মজুরের কাজ করতেন।

ভুমিদাস ঃ রাশিয়ার অধিকাংশ মানুষ ছিলেন 'সার্ফ' বা ভূমিদাস শ্রেণির। রাশিয়ার ৫ কোটি জনসংখ্যা ছিল ভূমিদাসদের। ভূমিদাসরা ছিল চরম শোষিত। জমিদারের খামারের নিকটবর্তী গ্রাম ছিল ভূমিদাসদের বসবাসের স্থান। তারা জমিদারের জমি চাষ করে দিনযাপন করত।

ভূমিদাসদের শোষণ ঃ জারতন্ত্রের আমলে রাশিয়ার ভূমিদাসরা সীমাহীন শোষণের শিকার হত। যেমন -

     (i) ভূমিদাসরা ছিল জমিদারের ব্যক্তিগত সম্পত্তি। ভূমিদাসদের ব্যক্তি স্বাধীনতা বা আইনি অধিকার ছিল না।

     (ii) সপ্তাহে তিন দিন ভূমিদাসদের জমিদারের জমিতে বেকার শ্রম দিতে হত। নাহলে বিভিন্ন শাস্তির ব্যবস্থা ছিল।

     (iii) রাষ্ট্রের প্রায় সব ধরণের কর ভূমিদাসদের ওপর চাপানো হয়েছিল। ফলে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। এই অবস্থায় তারা প্রায়শই বিদ্রোহ করত।

মূল্যায়ন ঃ জারতন্ত্রের আমলে রাশিয়ার সমাজ জীবনে কোন ঐক্য ছিল না। অতিরিক্ত শোষণের ফলে ভূমিদাসদের জীবন শোচনীয় ভাবে দুর্দশাগ্রস্থ হয়ে পড়েছিল। এই অবস্থা থেকে মুক্তির জন্য তারা বিদ্রোহের পথে পা বাড়াত।

Post a Comment

Previous Post Next Post