এপ্রিল থিসিস বলতে কি বোঝ / টীকা লেখ ঃ এপ্রিল থিসিস -
১৯১৭ খ্রিস্টাব্দের ১৩ মার্চ রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাস পদত্যাগ করেন। এরপর সেখানে প্রিন্স জর্জ লুভভ-এর নেতৃত্বে একটি অস্থায়ী বুর্জোয়া প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়। এই সরকার দেশের শ্রমিক এবং কৃষকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছিল। ফলে সমগ্র দেশ জুড়ে প্রবল আন্দোলন ছড়িয়ে পড়েছিল। রাশিয়ার এই রকম পরিস্থিতিতে বলশেভিক নেতা লেনিন তাঁর বিখ্যাত 'এপ্রিল থিসিস' ঘোষণা করেন। নিন্মে এপ্রিল থিসিস সম্পর্কে আলোচনা করা হল -
এপ্রিল থিসিস ঘোষণা ঃ রাশিয়ার প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে পড়লে বলশেভিক নেতা ভি আই লেনিন ১৯১৭ খ্রিস্টাব্দের ১৬ এপ্রিল সুইজারল্যান্ডের নির্বাসন থেকে ফিরে আসেন। ফিরে এসে তিনি বলশেভিক দলের কর্মীদের উদ্দেশ্যে তাঁর বিখ্যাত 'এপ্রিল থিসিস' বা 'এপ্রিল মতবাদ' বা 'এপ্রিল তত্ত্ব' ঘোষণা করেন।
এপ্রিল থিসিসের ঘোষণায় লেনিনের দাবি ঃ লেনিন তাঁর এপ্রিল থিসিসের ঘোষণায় দাবি করেছিলেন যে, বলশেভিকদের বিপ্লবের ফলেই মার্চ মাসে জারতন্ত্রের পতন ঘটেছে, সুতরাং রাশিয়ার শাসন ক্ষমতা বলশেভিকদের হাতেই থাকা উচিত। লেনিন বলশেভিক কর্মীদের উদ্দেশ্যে বলেন যে, প্রজাতন্ত্রী সরকারের হাত থেকে এখনই ক্ষমতা কেড়ে নিতে হবে।
জনগণের হাতে ক্ষমতা ঃ লেনিন বলেন যে,
(i) সাধারণ মানুষকে নিয়ে গঠিত 'সোভিয়েত' গুলির হাতে দেশের যাবতীয় ক্ষমতা তুলে দিতে হবে।
(ii) কলকারখানাগুলির দায়িত্ব শ্রমিকদের হাতে দিতে হবে।
(iii) কৃষকদের হাতে জমি তুলে দিতে হবে।
কর্ম পরিকল্পনা ঃ লেনিন বলেন যে, রাজনৈতিক ক্ষমতা দখলের পর তাদের কাজ হবে -
(i) যুদ্ধে বিরতি দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা করা।
(ii) জমিদারের জমি বাজেয়াপ্ত করে তা সাধারণ কৃষকদের মধ্যে বণ্টন করা।
(iii) উৎপাদন ব্যবস্থা, ব্যাংক, বণ্টন ইত্যাদির ওপর রাষ্ট্রীয় মালিকানা স্থাপন করা।
(iv) শিল্পের জাতীয়করণ করা ইত্যাদি।
মূল্যায়ন ঃ বলশেভিকদের শান্তি, রুটি ও জমির স্লোগান সাধারণ মানুষের মনে প্রবল বৈপ্লবিক চিন্তাধারার জন্ম দিয়েছিল। লেনিনের ডাকে মানুষ আন্দোলনের ঝাঁপিয়ে পড়লে বলশেভিক বিপ্লব সাফল্যের পথে এগোতে থাকে।
আরও পড়ুন ঃ