সমাজতান্ত্রিক বা সাম্যবাদী ভাবধারার উদ্ভব ও প্রসার সম্পর্কে আলোচনা করো

প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব "সমাজতান্ত্রিক বা সাম্যবাদী ভাবধারার উদ্ভব ও প্রসার সম্পর্কে আলোচনা করো" -এই প্রশ্নটি -

সাধারণভাবে সমাজতান্ত্রিক বা সাম্যবাদী ভাবধারা বলতে বোঝায়, সম্পত্তির ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা এবং আয় বণ্টনে সাম্য প্রতিষ্ঠা। অষ্টাদশ শতকে ইউরোপে শিল্প বিপ্লবের পর সাধারণ শ্রমিক শ্রেণির ওপর শোষণ ও বঞ্চনার ঢেউ বয়ে আসে। এজন্য শোষিত শ্রমিক শ্রেণির মধ্যে সমাজতান্ত্রিক বা সাম্যবাদী ভাবধারা জনপ্রিয় হয়ে উঠতে থাকে। নিম্নে সমাজতান্ত্রিক সাম্যবাদী ভাবধারার উদ্ভব ও প্রসার সম্পর্কে আলোচনা করা হল -

প্রেক্ষাপট ঃ বিভিন্ন প্রেক্ষাপটে সমাজতান্ত্রিক বা সাম্যবাদী ভাবধারা গড়ে উঠেছিল যেমন -

     (i) শ্রমিকরা কলকারখানাগুলিতে দৈনিক ১৭ থেকে ১৮ ঘণ্টা কাজ করত, কিন্তু তাদের মজুরি ছিল অত্যন্ত কম। মজুরি বৃদ্ধির দাবিতে একসময় শ্রমিকরা ঐক্যবদ্ধ হতে শুরু করে, ফলে সমাজতন্ত্রবাদের উদ্ভব ঘটে।

     (ii) শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে মালিক শ্রেণির হাতে অর্থের পাহাড় সৃষ্টি হয়। কিন্তু শ্রমিক শ্রেণি এর থেকে বঞ্চিত থেকে যায়।

     (iii) শিল্প বিপ্লবের ফলে শ্রমিক শ্রেণির জীবনে সীমাহীন অভাব-অনটন ও দুর্দশা নেমে আসে। অষ্টাদশ শতকের শেষ এবং ঊনবিংশ শতকের শুরুর দিকে কিছু চিন্তাবিদের হাত ধরে সমাজতান্ত্রিক বা সাম্যবাদী মতাদর্শের বিকাশ ঘটতে থাকে। 

সমাজতন্ত্রবাদ বা সাম্যবাদের মূলনীতি ঃ সমাজতান্ত্রিক বা সাম্যবাদী ভাবধারার মূলনীতি হল -

     (i) সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানার অবসান ঘটানো। 

     (ii) উৎপাদনের উপাদানগুলির ওপর সমাজ এবং রাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠা করা।

     (iii) ধনবণ্টনে অসাম্যের অবসান ঘটিয়ে সাম্য প্রতিষ্ঠা করা।

     (iv) শ্রমিক তথা দরিদ্র শ্রেণির মানুষের কল্যাণ করা ইত্যাদি।

আদি সমাজতন্ত্রবাদীগণ ঃ সমাজতন্ত্রবাদের জন্মলগ্নে কয়েকজন সমাজতন্ত্রীবাদীর নাম উল্লেখযোগ্য। এঁরা ছিলেন সাঁ সিমোঁ, রবার্ট ওয়েন, লুই ব্লাঁ, শার্ল ফুরিয়ের, প্রুধোঁ প্রমুখ। সমাজতন্ত্রবাদের সূচনাপর্বের এই আদি সমাজতন্ত্রবাদীগণকে 'ইউটোপীয়ান' বা কল্পনাবিলাসী সমাজতন্ত্রী বলে অভিহিত করা হয়। 

জনপ্রিয়তা ঃ বিশ্বের বিভিন্ন দেশের শ্রমিক শ্রেণির মধ্যে সমাজতান্ত্রিক বা সাম্যবাদী ভাবধারা শীঘ্রই জনপ্রিয় হতে শুরু করে। বিংশ শতকে রাশিয়া ও চিনে শ্রমিক শ্রেণির আন্দোলনে সমাজতন্ত্র বা সাম্যবাদ প্রতিষ্ঠা হয়।

মূল্যায়ন ঃ সমাজতন্ত্রবাদ বা সাম্যবাদ বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে পড়তে থাকে। সমাজতান্ত্রিক ভাবধারার প্রথম পর্বে সাঁ সিমোঁ, রবার্ট ওয়েন, লুই ব্লাঁ, শার্ল ফুরিয়ের, প্রুধোঁ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরবর্তীকালে কার্ল মার্কস ও ফ্রেডারিখ এঙ্গেলস সমাজতান্ত্রিক বা সাম্যবাদী ভাবধারাকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। 

Post a Comment

Previous Post Next Post