শিল্প বিপ্লব কিভাবে নগর সভ্যতার উন্মেষ ঘটায় -
অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগে ইংল্যান্ডে এবং তারপর পরবর্তী এক শতকের মধ্যে গোটা ইউরোপে শিল্প বিপ্লব ছড়িয়ে পড়ে। এরফলে ইউরোপের বিভিন্ন দেশের সামাজিক জীবনে ব্যাপক পরিবর্তন আসে। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল নগরের বিকাশ -
জনসংখ্যা বৃদ্ধি ঃ শিল্প বিপ্লবের পর ইউরোপের বিভিন্ন দেশের মানুষ গ্রাম থেকে শহরে কলকারখানাগুলিতে কাজের উদ্দেশ্যে চলে আসতে থাকে। ফলে শহরগুলিতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পায় এবং নগরজীবনের বিকাশ ঘটতে থাকে।
নগরজীবনের প্রসার ঃ শহরগুলির বিপুল জনসংখ্যার চাহিদা মেটানোর উদ্দেশ্যে বহু নতুন রাস্তাঘাট, ঘরবাড়ি, দোকান-পাট তৈরি হয় এবং তার সাথে নাগরিক পরিষেবাও বাড়তে থাকে।
শহরের সম্প্রসারণ ঃ শিল্প বিপ্লবের ফলে বিভিন্ন পুরনো শহরের দ্রুত বিকাশ ঘটতে থাকে। ইংল্যান্ডের ম্যানচেস্টার, ল্যাঙ্কাশায়ার, লিভারপুল প্রভৃতি অতিব্যস্ত শহরে পরিণত হয়।
নতুন শহরের প্রতিষ্ঠা ঃ শিল্প বিপ্লবের ইংল্যান্ড-সহ ইউরোপের বিভিন্ন দেশে, এমনকি আমেরিকায়ও বহু নতুন শহরের প্রতিষ্ঠা হয়।
অবক্ষয় ঃ অল্প সময়ে শহরে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে শহরের আবাসন, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা প্রভৃতির সমস্যা তীব্র হয়ে ওঠে এবং নগরজীবনে অবক্ষয় শুরু হয়।
মূল্যায়ন ঃ শিল্প বিপ্লবের প্রভাবে ইউরোপে শহরের বিকাশ ঘটলেও আগেকার সমৃদ্ধ গ্রামজীবন এবং সেই সঙ্গে মধ্যযুগীয় সামন্তব্যবস্থা ভেঙে পড়তে থাকে। গ্রামগুলি ক্রমে নিঃস্ব ও হতশ্রী হয়ে পড়ে।