প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব "রুশ বিপ্লবের অর্থনৈতিক কারণ কি ছিল" / "নভেম্বর বিপ্লবের অর্থনৈতিক কারণ কি ছিল" / "বলশেভিক বিপ্লবের অর্থনৈতিক কারণ কি ছিল" -এই প্রশ্নটি।
১৯১৭ খ্রিস্টাব্দের রুশ বিপ্লব / নভেম্বর বিপ্লব / বলশেভিক বিপ্লবের অর্থনৈতিক কারণ -
১৯০৫ খ্রিস্টাব্দের পর ১৯১৭ খ্রিস্টাব্দে রাশিয়ায় আবার বিপ্লব সংঘটিত হয়েছিল। যা রুশ বিপ্লব / নভেম্বর বিপ্লব / বলশেভিক বিপ্লব নামে পরিচিত। নিন্মে এই বিপ্লবের অর্থনৈতিক কারণ গুলি আলোচনা করা হল -
অর্থনৈতিক বৈষম্য ঃ জারের শাসনকালে রাশিয়ায় বেশিরভাগ জমি মুষ্টিমেয় ধ্নিও অভিজাত পরিবারের হস্তগত ছিল। দরিদ্র কৃষকরা অধিকাংশই ছিল খুব সামান্য জমির মালিক। তারা এই জমি কোন ধনী মালিককে লিজ দিয়ে নিজেরা তার অধীনে মজুরের কাজ করত।
কৃষকদের অবস্থা ঃ রাশিয়ার দরিদ্র কৃষক ও শ্রমিকরা সীমাহীন অর্থনৈতিক শোষণের শিকার হয়েছিল। তারা রাষ্ট্র, জমিদার, গ্রামীণ 'মির' ও গির্জাকে নানা ধরণের কর প্রদানে বাধ্য ছিল। মুক্তিপ্রাপ্ত ভূমিদাসরা জমির মালিকানা না পেলেও এর জন্য দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়।
শ্রমিকদের শোষণ ঃ রাশিয়ার শ্রমিকরা স্বল্প বেতনে কলকারখানাগুলিতে অনেক সময় ধরে কাজ করত। তারা অস্বাস্থ্যকর পরিবেশে বাস করত। ধীরে ধীরে তারা উপলব্ধি করে যে, শ্রমিকদের উন্নতির জন্য জারতন্ত্রের উচ্ছেদই একমাত্র উপায়।
অর্থনৈতিক দুর্দশা ঃ ১৯১৭ খ্রিস্টাব্দের বিপ্লবের আগে রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়েছিল। এই সময় রাশিয়া দুটি বিদেশি ঋণের জালে জড়িয়ে পড়েছিল। ১৯১৪ খ্রিস্টাব্দ নাগাদ রাশিয়ার বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ৫৪০০ মিলিয়ন রুবল। রাশিয়ার শিল্পে বিদেশি পুঁজিপতিদের একচ্ছত্র আধিপত্য স্থাপন হয়েছিল।
মূল্যায়ন ঃ অর্থনৈতিক কারণ বলশেভিক বিপ্লবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। স্বৈরতন্ত্র নিপাত যাক, যুদ্ধ নিপাত যাক, শান্তি চাই, রুটি চাই -এই স্লোগানে সাধারণ মানুষ বিপ্লবের জন্য উদ্বুদ্ধ হয়েছিল।
আরও পড়ুন ঃ