রুশ বিপ্লবে লেনিনের ভূমিকা কি ছিল

রুশ বিপ্লবে লেনিনের ভূমিকা আলোচনা করোরুশ বিপ্লবে লেনিনের ভূমিকা কি ছিল / বলশেভিক বিপ্লবে লেনিনের ভূমিকা কি ছিল / নভেম্বর বিপ্লবে লেনিনের ভূমিকা কি ছিল -

রুশ বিপ্লবে লেনিনের ভূমিকা কি ছিল -

১৯১৭ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে বিপ্লবের ফলে রাশিয়ায় বলশেভিক দলের নেতৃত্বে 'সর্বহারার একনায়কত্ব' প্রতিষ্ঠা হয়। রুশ বিপ্লবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলশেভিক নেতা লেনিন। নিন্মে বলশেভিক বিপ্লব / রুশ বিপ্লব / নভেম্বর বিপ্লবে লেনিনের ভূমিকা আলোচনা করা হল -

ক্ষমতা দখলের ডাক ঃ লেনিন তাঁর বিখ্যাত এপ্রিল থিসিসের মাধ্যমে বলশেভিকদের উদ্দেশ্যে বলেছিলেন যে, বলশেভিকদের উদ্যোগেই মার্চ মাসে জারতন্ত্রের পতন ঘটে ফলে দেশের রাজনৈতিক ক্ষমতা বলশেভিকদের হাতেই থাকার কথা। তিনি বুর্জোয়া প্রজাতান্ত্রিক সরকারের হাত থেকে রাশিয়ার ক্ষমতা কেড়ে নিয়ে বলশেভিকদের হাতে নিতে বলেন।

এপ্রিল থিসিস ঃ লেনিন তাঁর বিখ্যাত 'এপ্রিল থিসিস' ঘোষণা করে দাবি করেন যে, কৃষকদের হাতে জমি, শ্রমিকদের হাতে কলকারখানার দায়িত্ব এবং সোভিয়েত গুলির হাতে দেশের যাবতীয় ক্ষমতা তুলে দিতে হবে।

কাজ ঃ লেনিন বলেন যে, ক্ষমতা দখলের পর বলশেভিক দলের প্রধান কাজ হবে দেশে শান্তি প্রতিষ্ঠা করা, কৃষকদের মধ্যে জমি বণ্টন করা, উৎপাদন ও বণ্টন ব্যবস্থায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। সবশেষে সাধারণ মানুষকে নিয়ে দেশে 'সর্বহারার একনায়কত্ব' প্রতিষ্ঠা করা।

বলশেভিকদের ওপর দমননীতি ঃ প্রজাতান্ত্রিক সরকার এবং এর পরবর্তী মেনশেভিক দলের প্রধানমন্ত্রী কেরেনস্কির নেতৃত্বে বলশেভিকদের ওপর তীব্র দমন পীড়ন চালালে লেনিন ফিনল্যান্ডে আশ্রয় গ্রহণ করেন।

ক্ষমতা দখল ঃ প্রথম যিসবযুদ্ধে রাশিয়ার ধারাবাহিক পরাজয়, দ্রব্যমূল্য বৃদ্ধি প্রভৃতির ফলে কেরেনস্কির সরকার সাধারণের মাঝে জনপ্রিয়তা হারায়। রাশিয়ার এই পরিস্থিতিতে লেনিনের নির্দেশে ট্রট্স্কি-র নেতৃত্বে ৭ নভেম্বর রুশ 'লালফৌজ' রাজধানী পেট্রোগ্যাড দখল করে নেয়। ফলে কেরেনস্কি পালিয়ে যান এবং লেনিনের নেতৃত্বে রাশিয়ায় বলশেভিক দলের সমাজতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হয় ১৯১৭ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে।

মূল্যায়ন ঃ বলশেভিক দলের প্রধান যোদ্ধা ছিলেন লেনিন। তাঁর নেতৃত্বেই রাশিয়ায় বলশেভিক বিপ্লব সফল হয় এবং সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠিত হয়। এককথায় বলতে গেলে, বলশেভিক বিপ্লব ছিলেন প্রকৃতপক্ষে লেনিনের বিপ্লব।


আরও পড়ুন ঃ

Post a Comment

Previous Post Next Post