প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব "রুশ বিপ্লবের সামাজিক কারণ কি ছিল" / "নভেম্বর বিপ্লবের সামাজিক কারণ কি ছিল" / "বলশেভিক বিপ্লবের সামাজিক কারণ কি ছিল" -এই প্রশ্নটি।
১৯১৭ খ্রিস্টাব্দের রুশ বিপ্লব / নভেম্বর বিপ্লব / বলশেভিক বিপ্লবের সামাজিক কারণ -
১৯১৭ খ্রিস্টাব্দের রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব ছিল আধুনিক বিশ্বের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। ১৯১৭ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে রাশিয়ায় বলশেভিক দলের নেতৃত্বে সমাজতান্ত্রিক আদর্শে বিপ্লব সংঘটিত হয়েছিল। নিন্মে ১৯১৭ খ্রিস্টাব্দের রুশ বিপ্লব / নভেম্বর বিপ্লব / বলশেভিক বিপ্লবের সামাজিক কারণ গুলি আলোচনা করা হল -
সামাজিক বৈষম্য ঃ জারতন্ত্রের আমলে রাশিয়ার সমাজ ব্যবস্থা ছিল বৈষম্যমূলক। এই সমাজে দরিদ্র কৃষক এবং শ্রমিকরা সব ধরণের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিল। রাশিয়ার কৃষিজমির অধিকাংশ অংশ অভিজাতদের কুক্ষিগত ছিল। এরফলে ধনীরা আরও ধনী হয় এবং কৃষক-শ্রমিকরা আরও দরিদ্র হতে থাকে। ফলে দিন দিন সমাজে বৈষম্য বাড়তে থাকে।
কৃষকদের অবস্থা ঃ রুশ কৃষকদের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। ১৮৬১ খ্রিস্টাব্দের ভূমিদাসদের মুক্তি দিলেও তাদের অবস্থার কোন উন্নতি ঘটেনি। কারণ তারা প্রাপ্ত জমির ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকলেও জমির মালিকানা তাদের হাতে ছিল না।
শ্রমিকদের অবস্থা ঃ তৎকালীন রুশ সরকার বিদেশি শিল্পপতিদের স্বার্থরক্ষা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করত কিন্তু দেশীয় শ্রমিকদের স্বার্থ রক্ষার ব্যাপারে উদাসীনতা দেখাত। শ্রমিকরা স্বল্প মজুরিতে অধিক সময় ধরে কাজ করত এবং তারা অস্বাস্থ্যকর পরিবেশে বাস করতে বাধ্য হত।
রুশীকরণ নীতি ঃ বিভিন্ন জাতি, ধর্ম, ভাষা, সংস্কৃতির সমন্বয়ে রাশিয়ার সমাজ গড়ে উঠলেও জারের শাসনকালে বিভিন্ন অ-রুশ জাতি যেমন - ইউক্রেনীয়, পোল, ফিন, তুর্কি প্রভৃতি জাতিগুলির ওপর জোরপূর্বক রুশ সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ফলে অ-রুশ জাতিগুলি সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়।
সামাজিক অধঃপতন ঃ জারের আমলে রাশিয়ায় শিক্ষার প্রসারে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি, ফলে রাশিয়ার জনগণ নেশা করা, বিভিন্ন কুসংস্কারে বিশ্বাসী হয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে ভ্লসেভিক দল রাশিয়ার সাধারণ জনগণকে সচেতন করা উদ্যোগ গ্রহণ করে।
মূল্যায়ন ঃ রাশিয়ার কৃষকরাই ছিল সমাজের প্রধান অংশ এবং তারাই বলশেভিক বিপ্লবের প্রধান অগ্রপথিক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
আরও পড়ুন ঃ