বলশেভিক বিপ্লবের সামাজিক প্রভাব গুলি আলোচনা করো

বলশেভিক বিপ্লবের সামাজিক প্রভাব / রুশ বিপ্লবের সামাজিক প্রভাব / নভেম্বর বিপ্লবের সামাজিক প্রভাব -

১৯১৭ খ্রিস্টাব্দের বলশেভিক বিপ্লব রাশিয়ার সামাজিক ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলেছিল। যেমন -


পুরাতনতন্ত্রের অবসান ঃ বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ায় মধ্যযুগের পুরাতনতন্ত্রের অবসান ঘটে। এই বিপ্লবের মাধ্যমে -

     (i) জারতন্ত্রের অবসান ঘটে এবং অভিজাত শ্রেণির বিশেষ অধিকার গুলি লোপ পায়।

     (ii) বিপ্লবের পূর্বে জার সরকার বিপ্লবী ভাবধারায় উদ্বুদ্ধ মানুষদের নির্বাসনে পাঠাত কিন্তু বিপ্লবের পর বিপ্লববিরোধী মানুষকে নির্বাসনে পাঠানো হয়।

     (iii) কলকারখানা, বিচারালয়, সামরিক বিভাগ ইত্যাদি নানা ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হয়।

     (iv) প্রতি-বিপ্লবী কার্যকলাপ বন্ধ করার উদ্দেশ্যে রাশিয়ায় 'চেকা' নামক এক বিশেষ শ্রেণির পুলিশবাহিনী গঠন করা হয়।


গির্জার সংস্কার ঃ নতুন বলশেভিক সরকার গির্জার প্রাধান্য ধ্বংস করে রাষ্ট্রকে গির্জার প্রভাব থেকে মুক্ত করে দেয়। গির্জাগুলির সম্পত্তি বাজেয়াপ্ত করে তা জাতীয়করণ করা হয়। 

সর্বহারার সরকার প্রতিষ্ঠা ঃ বলশেভিক দল দেশের সাধারণ কৃষক, শ্রমিক ও অন্যান্য মেহনতি মানুষদের নিয়ে একটি সরকার গঠন করে, যা প্রকৃত 'সর্বহারার সরকার' রূপে আত্মপ্রকাশ করেছিল।

সমাজতান্ত্রিক রাষ্ট্র ঃ রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব দেশে সমাজতন্ত্র বা সাম্যবাদ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সর্বাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। লেনিনের নেতৃত্বে এবং বলশেভিকদের উদ্যোগে রাশিয়া বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র বা সাম্যবাদী রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করে।

মূল্যায়ন ঃ বলশেভিক বিপ্লব রাশিয়ায় একটি নতুন ধরণের সমাজ ব্যবস্থা প্রচলন করেছিল। এই বিপ্লবের মধ্যে দিয়ে রাশিয়ার সমাজে কৃষক ও শ্রমিকদের প্রাধান্য প্রতিষ্ঠা হয়েছিল, যা রাশিয়ার ভবিষ্যতে সুদূরপ্রসারী ফলাফল বহন করে।


আরও পড়ুন ঃ


Post a Comment

Previous Post Next Post