প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব "রুশ বিপ্লবের রাজনৈতিক কারণ কি ছিল" / "নভেম্বর বিপ্লবের রাজনৈতিক কারণ কি ছিল" / "বলশেভিক বিপ্লবের রাজনৈতিক কারণ কি ছিল" -এই প্রশ্নটি।
১৯১৭ খ্রিস্টাব্দের রুশ বিপ্লব / নভেম্বর বিপ্লব / বলশেভিক বিপ্লবের রাজনৈতিক কারণ -
রাশিয়ায় ১৯০৫ খ্রিস্টাব্দের বিপ্লব ব্যর্থ হলেও সেটি ১৯১৭ খ্রিস্টাব্দের বিপ্লবের পটভূমি রচনা করেছিল। প্রথম বিশ্বযুদ্ধের অন্তিম লগ্নে ১৯১৭ খ্রিস্টাব্দে রাশিয়ায় বিপ্লব সংঘটিত হয়েছিল, যার কিছু রাজনৈতিক কারণ ছিল। নিন্মে রুশ বিপ্লব / নভেম্বর বিপ্লব / বলশেভিক বিপ্লবের রাজনৈতিক কারণ গুলি আলোচনা করা হল -
স্বৈরাচারী জারতন্ত্র ঃ ইউরোপে যখন প্রগতিশীল ভাবধারা প্রসারিত হয়েছে বিংশ শতকের শুরুতেও রাশিয়া সেই মধ্যযুগীয় জারতন্ত্রের ধারায় চলছিল। জার ছিলেন দৈব ক্ষমতায় বিশ্বাসী এবং আইন, শাসন ও বিচার বিভাগের একচ্ছত্র অধিপতি।
নাগরিকদের অধিকার হরণ ঃ জারতন্ত্রের আমলে রাশিয়ার সাধারণ জনগণ সর্বজনীন ভোটাধিকার, বাকস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা প্রভৃতি অধিকার থেকে বঞ্চিত ছিল। সাধারণ মানুষের মধ্যে থেকে বিপ্লবী চিন্তাভাবনা মুছে ফেলার জন্য জার সাধারণ মানুষদের আটক, বেত্রাঘাত, জরিমানা, জেল, সাইবেরিয়ায় নির্বাসন ইত্যাদি শাস্তির ব্যবস্থা করত।
সামরিক ব্যর্থতা ঃ বিংশ শতকের শুরুতে ক্ষুদ্র জাপানের কাছে বিশাল আয়তনের রাশিয়া পরাজিত হয় এবং প্রথম বিশ্বযুদ্ধের শুরুতে রাশিয়া জার্মানির কাছে হেরে যায়। ফলে রাশিয়ায় মর্যাদা ক্ষুণ্ণ হয়।
রাসপুটিনের কুপ্রভাব ঃ জার দ্বিতীয় নিকোলাস রাসপুটিন নামক এক ভণ্ড সন্ন্যাসীর প্রভাবে প্রভাবিত হয়ে বিভিন্ন কল্যাণবিরোধী কাজকর্ম করতেন। আমলা-মন্ত্রী-সেনাপতি প্রভৃতি পদের নিয়োগের ক্ষেত্রে রাসপুটিনের ব্যাপক প্রভাব ছিল। যার ফলে রাশিয়ার জনগণ সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে।
সন্ত্রাস ঃ ১৯০৫ খ্রিস্টাব্দের বিপ্লব ব্যর্থ হলেও আন্দোলনের চাপে জার নির্বাচনের মাধ্যমে রুশ পার্লামেন্ট 'ডুমা' গঠন করতে বাধ্য হয়। এরপর থেকেই দ্বিতীয় নিকোলাসের প্রধানমন্ত্রী পিটার স্টোলিপিন রাশিয়ায় ব্যাপক সন্ত্রাস শুরু করে। গুপ্ত হত্যা-সহ হাজার হাজার বলশেভিক কর্মীকে নির্বাসনে পাঠানো হয়।
মূল্যায়ন ঃ রাশিয়ার ডুমা গুলি ধীরে ধীরে জারতন্ত্রের প্রতীকে পরিণত হয়। জার ও ডুমা গুলি একে অপরের সাথে মিশে গিয়ে জনগণের কথা ভুলে যায়। ফলে রাশিয়ার সাধারণ মানুষ রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়।
আরও পড়ুন ঃ