প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাবলি বা ঘটনাপ্রবাহ -
১৯১৪ খ্রিস্টাব্দ থেকে ১৯১৮ খ্রিস্টাব্দ পর্যন্ত সংঘটিত প্রথম বিশ্বযুদ্ধ চার বছর তিন মাস স্থায়ী হয়েছিল। বিশ্ব ইতিহাসের প্রথম সর্বাত্মক যুদ্ধ ছিল 'প্রথম বিশ্বযুদ্ধ'। প্রথম বিশ্বযুদ্ধ ছিল ব্যাপকতা ও ঘনঘটায় পূর্ণ। নিন্মে প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাবলি বা ঘটনাপ্রবাহ আলোচনা করা হল -
যুদ্ধের ব্যাপকতা ঃ জল-স্থল-অন্তরীক্ষ সর্বত্রই প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপকতা ছড়িয়ে পড়েছিল। শুধু ইউরোপ নয় ইউরোপের সীমা ছাড়িয়ে এই যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্য ও সুদূরপ্রাচ্যেও পড়েছিল। এই যুদ্ধে বিপুল পরিমাণ সৈন্য, বোমা, কামান, ট্যাংক, বোমারু বিমান, সাবমেরিন, বিষাক্ত গ্যাস, রোগজীবাণু ইত্যাদির ব্যবহার করে হয়। প্রথম বিশ্বযুদ্ধের প্রায় সাড়ে ৬ কোটি সৈন্য অংশ নেয়। প্রায় ১ কোটি ৩০ লক্ষ সেনার মৃত্যু হয়, প্রচুর মানুষ সাধারণ মানুষের মৃত্যু হয়, অসামরিক লোকেরা আহত হয়।
দুই রণাঙ্গন ঃ প্রথম বিশ্বযুদ্ধ পূর্ব ও পশ্চিম -এই দুটি রণাঙ্গনে চলেছিল।
(i) পূর্ব রণাঙ্গন ঃ পূর্ব রণাঙ্গনে রাশিয়ার সঙ্গে জার্মানির যুদ্ধ চলেছিল। এই অঞ্চলে টোটেনবার্গের যুদ্ধে রাশিয়া জার্মানির কাছে পরাজিত হয়েছিল।
(ii) পশ্চিম রণাঙ্গন ঃ প্রথম বিশ্বযুদ্ধে পশ্চিম রণাঙ্গনের বিশেষ গুরুত্ব আছে। এই অঞ্চলে জার্মানির পশ্চিম সীমান্তে ফ্রান্স ও বেলজিয়াম অঞ্চলে যুদ্ধে চলে। যুদ্ধের প্রথম দিকে জার্মান সেনা বেলজিয়াম দখল করে নেয় এবং ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছাকাছি চলে আসে। শেষপর্যন্ত মার্নে ও সোমের যুদ্ধে জার্মানি পরাজিত হয়।
ব্রেস্ট লিটভস্কের সন্ধি ঃ ১৯১৭ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে রাশিয়ার শাসনক্ষমতায় বদল আসে। নতুন রুশ সরকার ১৯১৮ খ্রিস্টাব্দে জার্মানির সঙ্গে ব্রেস্ট লিটভস্কের সন্ধির দ্বারা প্রথম বিশ্বযুদ্ধ ত্যাগ করে। ফলে পূর্ব রণাঙ্গনে যুদ্ধের সমাপ্তি ঘটে। এরপর পূর্ব রণাঙ্গনের জার্মান সেনা পশ্চিম রণাঙ্গনে এসে ফ্রান্স ও বেলজিয়ামের বিরুদ্ধে যুদ্ধ করে।
যুদ্ধের অবসান ঃ আমেরিকা তার বিপুল অর্থ এবং সামরিক শক্তি সহযোগে জার্মানির বিরুদ্ধে মিত্রপক্ষের সহযোগে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। এরফলে যুদ্ধের মোড় ঘুরে যায়। ১৯১৮ খ্রিস্টাব্দের ১১ নভেম্বর জার্মানি মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করলে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।
মূল্যায়ন ঃ প্রথম বিশ্বযুদ্ধ ছিল মানব ইতিহাসের প্রথম ভয়ানক যুদ্ধ। বিশ্বের বিভিন্ন দেশ এই যুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে জড়িয়ে পড়ে। এরফলে বিপুল পরিমাণ অর্থক্ষয়, লোকক্ষয় প্রভৃতি হয়।