১৯১৭ খ্রিস্টাব্দে রাশিয়ার মার্চ বিপ্লব সম্পর্কে লেখ

১৯১৭ খ্রিস্টাব্দে রাশিয়ার মার্চ বিপ্লব -

প্রথম বিশ্বযুদ্ধের আগে মধ্যযুগীয় জারতন্ত্র, সামন্ততান্ত্রিক শোষণ, কৃষক ও শ্রমিকদের দুরাবস্থা, অর্থনৈতিক সংকট প্রভৃতি ঘটনা রাশিয়ায় এক অস্থির পরিবেশ তৈরি করেছিল। এই পরিস্থিতিতে ১৯১৭ খ্রিস্টাব্দের মার্চ মাসে রাশিয়ায় জারতন্ত্রের বিরুদ্ধে বিপ্লব ছড়িয়ে পড়ে। নিন্মে রাশিয়ার ১৯১৭ খ্রিস্টাব্দের মার্চ বিপ্লব সম্পর্কে আলোচনা করা হল -


জনমত গঠন ঃ রাশিয়ার যুদ্ধ বিরতি, কৃষকদের মধ্যে জমি বণ্টন, শ্রমিকদের অবস্থার উন্নতি ইত্যাদির দাবিতে বলশেভিক দল রাশিয়ার সর্বত্র প্রচার চালিয়ে জনমত গঠন করতে থাকে।  বলশেভিক দলের বক্তব্য 'প্রাভদা' নামক একটি দলীয় পত্রিকার দ্বারা দেশের জনগণের মধ্যে ছড়িয়ে পড়তে থাকে।

আন্দোলনের সূত্রপাত ঃ বলশেভিক দলের নেতৃত্বে রাশিয়ার বিভিন্ন স্থানে ধর্মঘট শুরু হয়। ১৯১৭ খ্রিস্টাব্দের ৮ মার্চ থেকে সেন্ট পিটার্সবার্গ শহরে প্রায় ৮০ হাজার শ্রমিক জড়ো হয়ে খাদ্যের দাবিতে ধর্মঘট, মিছিল ও অবরোধ করতে থাকে।

বিদ্রোহের তীব্রতা ঃ শ্রমিকদের এই বিদ্রোহ শীঘ্রই আকারে বাড়তে থাকে এবং বলশেভিকদের নেতৃত্বে বিদ্রোহীরা থানা, আদালতগুলিতে আগুন লাগিয়ে দেয়। এরপর বিদ্রোহীরা অস্ত্রাগারগুলি লুঠ করতে শুরু করে। ১২ মার্চ রাশিয়ার সৈন্যদের একাংশ বিদ্রোহীদের সঙ্গে যোগদান করে। বিদ্রোহীরা জারের মন্ত্রী এবং সেনাপতিদের বন্দি করে। বিদ্রোহীরা পেট্রোগ্যাড (সেন্ট পিটার্সবার্গ) দখল করে নেয় এবং সেখানে পেট্রোগ্যাড 'সোভিয়েত' গঠন করে।

জারের পদত্যাগ ঃ বিদ্রোহের ব্যাপকতায় রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাস ১৯১৭ খ্রিস্টাব্দের ১৩ মার্চ সিংহাসন ত্যাগ করে। প্রিন্স জর্জ লুভভ- এর নেতৃত্বে রাশিয়ায় একটি অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার গঠন করা হয়।

মূল্যায়ন ঃ ১৯১৭ খ্রিস্টাব্দের বলশেভিক বিপ্লবের পূর্বে মার্চ বিপ্লব ছিল বিশাল আকারের একটি গণ আন্দোলন। বিদ্রোহীদের আন্দোলনের চাপে রাশিয়ার জার পদত্যাগ করলে ঐ বছর নভেম্বর মাসে রাশিয়াকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রচার করা হয়।

Post a Comment

Previous Post Next Post