রুশ বিপ্লবে বলশেভিকদের সাফল্যের কারণ গুলি কি ছিল

১৯১৭ খ্রিস্টাব্দের রুশ বিপ্লবে বলশেভিকদের সাফল্যের কারণ / বলশেভিক বিপ্লবে বলশেভিকদের সাফল্যের কারণ / নভেম্বর বিপ্লবে বলশেভিকদের সাফল্যের কারণ -

১৯১৭ খ্রিস্টাব্দের মার্চ মাসে রাশিয়ায় জারতন্ত্রের পতন ঘটে। এরপর প্রিন্স লুভভ্-এর নেতৃত্বে সেখানে অস্থায়ী বুর্জোয়া প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। নবগঠিত এই সরকার কৃষক ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হলে ঐ বছরই নভেম্বর মাসে এই সরকারের উচ্ছেদ ঘটিয়ে মার্কসবাদী বলশেভিক দল রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে। সমাজতন্ত্র প্রতিষ্ঠায় রুশ বিল্পবে বলশেভিকদের সাফল্যের কারণ গুলি ছিল -

সেনাদের বিদ্রোহ ঃ রুশ বিপ্লব সংঘটিত হওয়ার পূর্বেই জারের সৈন্যের একাংশ বিদ্রোহীদের সঙ্গে যোগদান করেছিল। এরফলে জারের পতন নিশ্চিত হয়ে পড়েছিল।

সাধারণ মানুষের ক্ষোভ ঃ জারের পতনের পর রাশিয়ায় প্রথমে প্রিন্স লুভভ্ এবং পরে কেরেনস্কির সরকার প্রতিষ্ঠিত হয়। কিন্তু এই দুই সরকারের আমলে দেশে খাদ্যাভাব, দ্রব্যমূল্য বৃদ্ধি, যুদ্ধজনিত ব্যয়ভার ও অশান্তির ফলে দেশের কৃষক ও শ্রমিকদের ক্ষোভ চরমে ওঠে। বলশেভিক দল সাধারণ মানুষের এই ক্ষোভকে কাজে লাগিয়ে বিপ্লবের পথে পা বাড়ায়।

সুযোগ্য নেতৃত্ব ঃ বলশেভিক নেতা লেনিন সুযোগ্য নেতৃত্ব দিয়ে রাশিয়ার কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, সৈনিক প্রভৃতি সর্বস্তরের মানুষকে বলশেভিক দলের ছত্রছায়ায় আনেন। তিনি কৃষকদের জন্য জমি, শ্রমিকদের জন্য রুটি এবং সৈনিকদের জন্য শান্তির প্রতিশ্রুতি দিয়ে সকলের কাছে বলশেভিক দলকে জনপ্রিয় করে তুলেছিলেন।

প্রতিপক্ষের অনৈক্য ঃ বলশেভিকদের বিরোধীরা নানা দল, উপদল ও মতাদর্শে বিভক্ত থাকায় তারা যথেষ্ট দুর্বল হয়ে পড়ে। স্থানীয় জনগণও বলশেভিকদের পক্ষে ছিল। অন্যান্য দলের অনৈক্য ও জনপ্রিয়তার অভাব প্রভৃতি বলশেভিকদের বিপ্লবে সুবিধা করে দিয়েছিল।

আন্তর্জাতিক ঘটনাবলী ঃ ইউরোপের বিভিন্ন রাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধে এবং যুদ্ধের পর নিজেদের বিভিন্ন সমস্যায় ব্যস্ত থাকায় তারা রুশ বিপ্লবের সময় রাশিয়ার জার সরকারকে সাহায্য করার সুযোগ পায়নি।

মূল্যায়ন ঃ ১৯১৭ খ্রিস্টাব্দের বলশেভিক বিপ্লবে লেনিনের সুযোগ্য নেতৃত্ব এবং কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী সম্প্রদায় ও সেনাবাহিনী - সমাজের সকল স্তরের মানুষের সমর্থন এই বিপ্লবের সাফল্যের অন্যতম কারণ। রাশিয়ার সমসাময়িক সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিও এই বিপ্লবের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।


আরও পড়ুন ঃ

Post a Comment

Previous Post Next Post