'ডি ডে' বা মুক্তি দিবস বলতে কি বোঝ

প্রিয় ছাত্রছাত্রী আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নবম শ্রেণির ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের একটি ৪ মার্কের প্রশ্ন - 'ডি ডে' বা 'মুক্তি দিবস' বলতে কি বোঝ - এটি।

'ডি ডে' বা 'মুক্তি দিবস' -

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় পূর্ব রণাঙ্গনে রাশিয়া ও জার্মানির মধ্যে তীব্র যুদ্ধ চলতে থাকে। এই অবস্থায় জার্মান আক্রমণের চাপ কমানোর জন্য রাশিয়া মিত্রশক্তির কাছে পশ্চিম দিকে জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় রণাঙ্গন খোলার দাবি জানায়। এই পরিস্থিতিতে মার্কিন সেনাপতি আইজেনহাওয়ার-এর নেতৃত্বে উত্তর ফ্রান্সের নর্মান্ডি উপকূলে জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় রণাঙ্গন খোলা হয়। নিন্মে 'ডি ডে' বা 'মুক্তি দিবস' সম্পর্কে আলোচনা করা হল -

বিমান হানা ঃ ১৯৪৪ খ্রিস্টাব্দের ৫ জুন ফরাসি উপকূলের জার্মান ঘাঁটিগুলিতে মিত্রপক্ষের অসংখ্য বোমারু বিমান থেকে প্রবল বোমাবর্ষণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেওয়া হয়।

অপারেশন ওভারলর্ড ঃ ৬ জুন ভোরের মৃদু আলোয় ইংলিশ চ্যানেল অতিক্রম করে চার হাজারেরও বেশি জাহাজে করে ১ লক্ষ ৫৬ হাজার মিত্রবাহিনীর সেনা নর্মান্ডি উপকূলে ৬০ মাইল দীর্ঘ এলাকায় ৫ টি স্থানে অবতরণ করে। তাদের নিরাপত্তার জন্য ১১ হাজার বিমান প্রস্তুত রাখা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর এই অভিযান 'অপারেশন ওভারলর্ড' নামে পরিচিত।

মুক্তি দিবস ঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে ১৯৪৪ খ্রিস্টাব্দের ৬ জুন দিনটিকে 'ডি ডে' বা 'মুক্তি দিবস' ('D-Day' or 'Deliverance Day') বলা হয়ে থাকে। মুক্তি দিবসের আক্রমণের দ্বারা মিত্রবাহিনী ফ্রান্সের বিভিন্ন ভূখণ্ড জার্মানির কাছ থেকে মুক্ত করতে থাকে। মিত্রবাহিনী ২৫ আগস্ট ফ্রান্সের রাজধানী প্যারিস অধিকার করে।

মূল্যায়ন ঃ ডি ডে বা মুক্তি দিবসে মিত্রশক্তির বিপুল রণসজ্জা ইউরোপীয় রণাঙ্গনে জার্মানিকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছিল। এই অভিযানে বিশ্বের সর্ববৃহৎ নৌবহর অংশ নিয়েছিল, যা ইতিপূর্বে কখনো দেখা যায়নি।


আরও পড়ুন ঃ

Post a Comment

Previous Post Next Post