সাম্প্রতিককালের আলোচনায় সাধারণ মানুষের কোন কোন দিকগুলি গুরুত্ব সহকারে উঠে এসেছে

প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দশম শ্রেণির ইতিহাসের প্রথম অধ্যায়ের একটি প্রশ্ন - "সাম্প্রতিককালের আলোচনায় সাধারণ মানুষের কোন কোন দিকগুলি গুরুত্ব সহকারে উঠে এসেছে"

সাম্প্রতিককালের ইতিহাস চর্চায় সাধারণ মানুষের গুরুত্ব -

বিগত শতকেও ইতিহাস চর্চার আলোচনার মূল বিষয়বস্তু ছিল রাজা, সমাজের উচ্চ শ্রেণির মানুস্ম অভিজাত সম্প্রদায়, সামন্ত প্রভু, জমিদার প্রমুখের নানা ঘটনাবলি। কিন্তু সাম্প্রতিককালে ইতিহাসের আলোচনায় সাধারণ মানুষের নানা দিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিন্মে সাম্প্রতিককালে ইতিহাস চর্চায় সাধারণ মানুষের গুরুত্ব তুলে ধরা হল -

মানুষের বাঁচার তাগিদ ঃ যুদ্ধবিগ্রহ এবং বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলির আড়ালে সমাজের সাধারণ মানুষ বেঁচে থাকার জন্য কিভাবে চেষ্টা চালাচ্ছে তা সাম্প্রতিককালের ইতিহাসের আলোচনার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সাধারণ জীবনের চিত্র ঃ সাম্প্রতিককালের ইতিহাস চর্চার অন্যতম একটি বিষয়বস্তু হল সমাজের নিন্মবর্গের মানুষের জীবনের ঘটনাবলি। সমাজ, রাষ্ট্র, রাজনীতি, ধর্ম, অর্থনীতি ইত্যাদি নানা বিষয়ে সাধারণ মানুষের ভূমিকা বর্তমানে বৃদ্ধি পেয়েছে।

শিল্প-সংস্কৃতি ঃ রাজাদের জীবনের কাহিনীর পাশাপাশি বর্তমান কালের সাধারণ মানুষের শিল্প-সংস্কৃতি ইতিহাসের পাতায় বিশেষ গুরুত্ব পাচ্ছে। বর্তমানে সাধারণ মানুষের জীবনের বিষয়গুলি যেমন - খেলাধুলা, পোশাক-পরিচ্ছদ, চিত্রকলা, দৃশ্যশিল্প প্রভৃতির গুরুত্ব বেড়েছে।

লড়াই ঃ সাধারণ মানুষের মধ্যে লড়াইয়ের ফলে রাষ্ট্র এবং সমাজের কীরূপ পরিবর্তন ঘটেছে তা বর্তমান কালের ইতিহাসের আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয়।

বিবর্তন ঃ প্রাচীনকাল থেকেই সাধারণ মানুষের হাত ধরেই ধর্ম, বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদি বিষয়গুলির বিবর্তন ঘটেছে। সেজন্য বর্তমানকালের ইতিহাস চর্চায় এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে।

মূল্যায়ন ঃ সবশেষে বলা যায় যে, সাম্প্রতিককালের ইতিহাস চর্চার বিষয়গুলির পরিবর্তনের ফলে ইতিহাসে যেমন সাধারণ মানুষের কথা উঠে এসেছে তেমনই ইতিহাস যেন তার পরিপূর্ণতা লাভ করেছে।

আরও পড়ুন ঃ


Post a Comment

Previous Post Next Post