প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দশম শ্রেণির ইতিহাসের প্রশ্ন "আধুনিক কালে ইতিহাস চর্চার নানা বৈচিত্রপূর্ণ দিকগুলি আলোচনা করো" / "সাম্প্রতিককালে ইতিহাসের আলোচনার বিষয়বস্তু গুলি আলোচনা করো"।
সাম্প্রতিককালে ইতিহাসের আলোচনার বিষয়বস্তু -
একসময় ইতিহাসের আলোচনায় শুধুমাত্র রাজা-মহারাজাদের কাহিনী, রাজবংশের উত্থান-পতন, সমাজের উচ্চবর্গের মানুষদের জীবন কাহিনী ইত্যাদি ঘটনাগুলিই স্থান পেত। তবে সাম্প্রতিককালে ইতিহাসের আলোচনার অন্যান্য নানা দিক উঠে আসায় ইতিহাস চর্চা বৈচিত্রপূর্ণ হয়ে উঠেছে। নিন্মে সাম্প্রতিককালের ইতিহাস চর্চার আলোচনার বিষয়বস্তু গুলি তুলে ধরা হল -
রাজাদের কার্যকলাপ ঃ বিগতে শতকেও যেমন রাজাদের রাজ্যজয়, যুদ্ধবিগ্রহ, সন্ধি, শান্তি প্রতিষ্ঠা ইত্যাদি আলোচনার বিষয়বস্তু ছিল তেমন বর্তমানেও আছে।
উচ্চবর্গের মানুষদের আলোচনা ঃ বিগত শতকের মত সাম্প্রতিককালেও সমাজের অভিজাত শ্রেণি, ভূস্বামী, সামন্তপ্রভু, জমিদার প্রভৃতি শ্রেণির মানুষদের আলোচনা ইতিহাসের বিষয়বস্তু হিসাবে বিবেচিত।
সাধারণ মানুষের আলোচনা ঃ বিগত শতক পর্যন্ত ইতিহাসের আলোচনায় সাধারণ মানুষের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, পোশাক-পরিচ্ছদ, খেলাধুলা, শিল্প-সংস্কৃতি প্রভৃতি দিকগুলি উপেক্ষিত ছিল। কিন্তু সাম্প্রতিককালের ইতিহাস চর্চায় সাধারণ মানুষের সাথে জড়িত এইসব দিকগুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় ইতিহাস ঃ সাম্প্রতিককালে আঞ্চলিক ও স্থানীয় ইতিহাস ইতিহাস চর্চার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। পূর্বে শুধু দেশ-মহাদেশ নিয়ে ইতিহাস রচনা করা হলেও বর্তমানে শহর, গ্রাম থেকে ব্যক্তি মানুষ সবকিছুই ইতিহাসের আলোচনায় স্থান পেয়েছে।
বিজ্ঞানের ইতিহাস ঃ প্রাচীনকাল থেকে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে চিকিৎসাবিদ্যার যে অগ্রগতি ঘটেছে তা ইতিহাসের গুরুত্বপূর্ণ আলোচনার দিক হিসাবে উঠে এসেছে।
নারী ইতিহাস ঃ একসময় ইতিহাস চর্চায় নারীরা উপেক্ষিত ছিল। কিন্তু বর্তমানে বিভিন্ন ইতিহাসবিদ নারীদের নিয়ে ইতিহাস চর্চা শুরু করলে ইতিহাসের আলোচনার দিকগুলি বৈচিত্রপূর্ণ হয়ে উঠেছে।
মূল্যায়ন ঃ সবশেষে বলা যায় যে, বর্তমানে ইতিহাসের আলোচনার দিকগুলি খুবই বৈচিত্রপূর্ণ হয়ে উঠেছে। কারণ ইতিহাসের আলোচনায় রাজা থেকে প্রজা সকলের কথায় সমান ভাবে গুরুত্ব পেয়েছে।
আরও পড়ুন ঃ