ফেব্রুয়ারি বিপ্লবের বৈশিষ্ট্য -
১৮৪৮ খ্রিস্টাব্দে ফ্রান্সে সংঘটিত ফেব্রুয়ারি বিপ্লবের ফলে অর্লিয়েন্স বংশের রাজা লুই ফিলিপের পতন ঘটে। নিন্মে ফেব্রুয়ারি বিপ্লবের বৈশিষ্ট্য গুলি আলোচনা করা হল -
বিদ্রোহের সূচনা কেন্দ্র ঃ ১৮৪৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের সূচনার কেন্দ্রস্থল ছিল ফ্রান্সের রাজধানী প্যারিস। এই কারণে অধ্যাপক টেলর প্যারিসকে 'বিপ্লবের জননী' বলে আখ্যায়িত করেছেন।
বিদ্রোহের ব্যাপকতা ঃ কেন্দ্রস্থল প্যারিস থেকে বিপ্লব গোটা ইউরোপে ছড়িয়ে পড়ে। ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ইউরোপের ১৫ টি দেশে জাতীয়তাবাদী আন্দোলন ছড়িয়ে পড়েছিল।
শহরকেন্দ্রিকতা ঃ মূলত শহর অঞ্চলকে কেন্দ্র করেই ফেব্রুয়ারি বিপ্লব সংঘটিত হয়েছিল। ইউরোপের প্যারিস, ভিয়েনা, রোম, ফ্লোরেন্স, মিলান, বার্লিন, বুদাপেস্ট ইত্যাদি শহরগুলি ছিল এই বিপ্লবের প্রাণকেন্দ্র। মধ্য ও দক্ষিণ ইউরোপের এই সব শহর গুলিকে ঐতিহাসিক ডেভিড টমসন বিপ্লবের 'ঝটিকা কেন্দ্র' বলে আখ্যায়িত করেছেন।
বিশ্ববিপ্লব ঃ ঐতিহাসিক এরিক হবসবম ১৮৪৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবকে 'প্রথম সম্ভাব্য বিশ্ববিপ্লব' বলে অভিহিত করেছেন। বিপ্লবের ব্যাপকতার জন্য ১৮৪৮ খ্রিস্টাব্দকে 'বিপ্লবের বছর' হিসাবে অভিহিত করা হয়।
মূল্যায়ন ঃ ফ্রান্সে শুরু হওয়া ফেব্রুয়ারি বিপ্লব ইউরোপের নানা জায়গায় নানা প্রেক্ষাপটে সংঘটিত হয়। তাই এই বিপ্লবের বৈশিষ্ট্য গুলিও ছিল পৃথক, এমনটাই মনে করেন ড. চার্লস পাউথাস।
আরও পড়ুন ঃ