ভারত সম্পর্কে সাধারণ জ্ঞান

নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভারতবর্ষ সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান। যেখানে আমরা ভারতে রাজধানী, বৃহত্তম, ক্ষুদ্রতম, উপনাম, দীর্ঘতম, উচ্চতম, সীমারেখা-সহ আরও অনেক তথ্য জানতে পারব। আশা করি আজকের এই পোস্টটি সকলের ভালো লাগবে।

 
প্রশ্ন উত্তর
ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা র‍্যাডক্লিফ লাইন
ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমারেখা ডুরান্ড লাইন
ভারত ও চীনের মধ্যে সীমারেখা ম্যাকমোহন লাইন
সবচেয়ে বড়ো প্রতিবেশী দেশ চীন
সবচেয়ে ছোট প্রতিবেশী দেশ মালদ্বীপ
সবচেয়ে বেশি বাউন্ডারি শেয়ার করেছে যে দেশের সাথে বাংলাদেশ
সবচেয়ে কম বাউন্ডারি শেয়ার করেছে যে দেশের সাথে আফগানিস্তান
দুটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের একটি রাজধানী চণ্ডীগড়
বৃহত্তম হ্রদ সম্বর
বৃহত্তম বাঁধ হীরাকুঁদ
উচ্চতম বাঁধ ভাকরা নাঙ্গাল
দীর্ঘতম সড়কপথ NH 44 (অনেক জায়গায় NH7 থাকতে পারে। বর্তমানে NH7 জাতীয় সড়কটি NH44 এর অংশ। তাই NH44 সঠিক উত্তর)
ক্ষুদ্রতম সড়কপথ NH 47 A
উপদ্বীপ বলার কারণ তিনদিক সমুদ্র দিয়ে ঘেরা (বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপদ্বীপ)
পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর
বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত
ভারতের নামকরণ হয়েছে ভরত রাজার নামানুসারে
সবচেয়ে জনবহুল শহর মুম্বাই
বৃহত্তম চিড়িয়াখানা আলিপুর (কোলকাতা)
দীর্ঘতম সমুদ্রসৈকত মেরীনা (চেন্নাই)
দীর্ঘতম সেতু ভুপেন হাজারিকা সেতু বা ঢোলা সাডিয়া সেতু 
দীর্ঘতম ময়দান গড়ের মাঠ (কোলকাতা)
বৃহত্তম উপজাতি গণ্ড
বৃহত্তম তৈল শোধনাগার জামনগর
উচ্চতম বিমানবন্দর লেহ
বৃহত্তম স্তূপ সাঁচি
সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম
দীর্ঘতম উপকূল গুজরাট
বৃহত্তম গুহামন্দির ইলোরা
বৃহত্তম পশুমেলা শোনপুর (বিহার)
উচ্চতম প্রবেশদ্বার বুলন্দ দরওয়াজা (ফতেপুর সিক্রি, উত্তরপ্রদেশ)
সবচেয়ে সম্মানজনক পুরষ্কার  ভারতরত্ন
উচ্চতম সমরাঙ্গন (যুদ্ধক্ষেত্র) সিয়াচেন হিমবাহ
দীর্ঘতম হিমবাহ সিয়াচেন
সর্বাধিক সম্মানীয় সামরিক পুরস্কার পরমবীর চক্র
উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল (কর্ণাটকের বারাহি নদীতে অবস্থিত)
বৃহত্তম বারান্দা রামনাথ স্বামীর মন্দিরের বারান্দা (রামেশ্বরম মন্দির)। তামিলনাড়ুতে অবস্থিত। দৈর্ঘ্য ১২২০ মিটার।
বৃহত্তম ঝুলন্ত সেতু হাওড়া ব্রিজ
সর্বাধিক জনসংখ্যা উত্তরপ্রদেশ
সর্বনিন্ম জনসংখ্যা সিকিম
সর্বোচ্চ শিক্ষিতের হার কেরালা (93.91 %)
সর্বনিন্ম শিক্ষিতের হার বিহার (63.82%)
একমাত্র মরুভূমি থর (রাজস্থান)
সবচেয়ে বেশি শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ (92.28%)
সবচেয়ে কম শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি (77.64%)
ভারতের প্রবেশদ্বার মুম্বাই
ভারতের প্রমাণ সময় গ্রিনিচের প্রমাণ সময় থেকে 5.30 ঘণ্টা এগিয়ে (সাড়ে পাঁচ ঘণ্টা এগিয়ে)
সবচেয়ে বেশি জেলা উত্তরপ্রদেশ (75 টি জেলা এবং 18 টি বিভাগ)
সবচেয়ে কম জেলা সিকিম (4 টি)
ভারতে মোট জেলার সংখ্যা 739 টি (2020 সাল অনুযায়ী)
দ্রুততম রেল গতিমান এক্সপ্রেস
সবচেয়ে বড় পাখিরালয় ঘানা
সবচেয়ে উষ্ণতম স্থান বিকানীর জেলার ব্রিয়াওলী ( 56°c)
সবচেয়ে শীতলতম স্থান দ্রাস
হিমালয়ের রানী মুসৌরি
উৎসবের শহর মাদুরাই
কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল জয়শলমির
সিলিকন ভ্যালি ব্যাঙ্গালোর 
ভারতের বোস্টন আমেদাবাদ
দীর্ঘতম নদীদ্বীপ মাজুলি
গ্রিকরা নাম দিয়েছে ইন্ডিয়া
প্রতিবেশী দেশ 9 টি (চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলংকা, মালদ্বীপ, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার)
ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ
প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি (1950)
স্বাধীনতা দিবস 15 আগস্ট (1947)
ভারত ও শ্রীলঙ্কার মাঝে আছে পক্ প্রণালী
সবচেয়ে বড় রাজ্য রাজস্থান
সবচেয়ে ছোট রাজ্য গোয়া
সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ
সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ
সবচেয়ে বেশি প্রতিবেশী দেশ স্পর্শকারী রাজ্য জম্মু কাশ্মীর, পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ
সবচেয়ে বেশি রাজ্য স্পর্শকারী রাজ্য 8 টি (আটটি)
উত্তরবিন্দু ইন্দিরাকল
দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট
পূর্বতম বিন্দু অরুণাচল প্রদেশের কিবিথু
পশ্চিমতম বিন্দু গুজরাটের গুহারমোটি
সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন বা k2
সর্বোচ্চ মালভূমি লাদাখ
প্রধান নদী গঙ্গা
জনঘনত্ব 382 জন প্রতি বর্গকিমিতে
শিক্ষার হার  74.4 %
সবচেয়ে বেশি জনঘনত্ব বিহার (1102 জন প্রতি বর্গকিমিতে)
সবচেয়ে কম জনঘনত্ব অরুণাচল প্রদেশ (17 জন প্রতি বর্গকিমিতে)
জাতীয় প্রতীক অশোকস্তম্ভ
জাতীয় সংগীত জনগণ মন অধিনায়ক
জাতীয় গান বা স্তোত্র  বন্দেমাতরম
জাতীয় পশু বাঘ
জাতীয় পাখি ময়ূর
জাতীয় ফুল পদ্ম
জাতীয় নদী গঙ্গা
জাতীয় বৃক্ষ বট
জাতীয় খেলা হকি
জাতীয় নীতিবাক্য সত্যমেব জয়তে
ভারতের ম্যানচেস্টার আমেদাবাদ
দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর
উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর
মূলধনের রাজধানী মুম্বাই
বিজ্ঞান নগরী ব্যাঙ্গালোর
মশলার বাগান কেরালা
গোলাপি শহর জয়পুর
উদ্যান নগরী
ব্যাঙ্গালোর
একই রাজ্যের দুটি রাজধানী জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র
প্রাচীন সড়ক পথ গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড
উচ্চতম মূর্তি স্ট্যাচু অব ইউনিটি
দীর্ঘতম গুহাপথ জওহর টানেল
দীর্ঘতম বৈদ্যুতিক রেলপথ দিল্লী থেকে পাটনা হয়ে কোলকাতা
উচ্চতম রাস্তা খড় দুংলা
স্থলভাগের পরিসীমা 15200 কিমি
উপকূল ভাগের পরিসীমা 7517 কিমি
প্রথম সূর্য দেখা যায় অরুণাচল প্রদেশ
শেষ সূর্য দেখা যায় গুজরাট
অরুণাচল প্রদেশ ও গুজরাটের মধ্যে সময়ের পার্থক্য হল 2 ঘণ্টা
দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি
উত্তরভারতের সর্বোচ্চ শৃঙ্গ k2 বা গডউইন অস্টিন
পশ্চিম ভারতের সর্বোচ্চ শৃঙ্গ গুরুশিখর
পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ নামচাবারোয়া
জলবায়ু আর্দ্র ক্রান্তীয় মৌসুমি জলবায়ু
প্রধান কৃষিজ ফসল ধান
পুরুষ ঃ স্ত্রী 1000 : 940 
বৃহত্তম বন্দর মুম্বাই
বৃহত্তম রেলস্টেশন হাওড়া
বৃহত্তম জেলা গুজরাটের কচ্ছ
ক্ষুদ্রতম জেলা মাহে
সবচেয়ে বেশি লোকসংখ্যা যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লী
সবচেয়ে কম লোকসংখ্যা যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল

লাক্ষাদ্বীপ ও মিনিকয়
বৃহত্তম চার্চ সেন্ট ক্যাথীড্রাল (গোয়া)
বৃহত্তম ব-দ্বীপ সুন্দরবন
বৃহত্তম গম্বুজ গোলগম্বুজ (বিজাপুর)
বৃহত্তম গুরুদ্বার স্বর্ণমন্দির
বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উলার (জম্মু কাশ্মীর) 
বৃহত্তম নোনা জলের হ্রদ চিল্কা (উড়িষ্যা)
মনুষ্য নির্মিত বৃহত্তম হ্রদ গোবিন্দপন্থ সাগর
বৃহত্তম মসজিদ  জামা মসজিদ
বৃহত্তম জাদুঘর জাতীয় জাদুঘর কোলকাতা
বৃহত্তম তারা মন্দির বিড়লাতারা মন্দির কোলকাতা










1 Comments

  1. পশ্চিমবঙ্গ শিক্ষা বোর্ড (WBBSE)-এর সমস্ত প্রশ্নের উত্তর পেতে এখানে যান 👉 গ্যাসীয় পদার্থ

    ReplyDelete
Previous Post Next Post