শিল্প বিপ্লবের রাজনৈতিক প্রভাব আলোচনা করো

শিল্প বিপ্লবের রাজনৈতিক প্রভাব -

অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল। পরবর্তী এক শতাব্দীর মধ্যে তা ইউরোপের অন্যান্য দেশেও প্রসারিত হয়। ইউরোপ তথা বিশ্বের রাজনৈতিক ইতিহাসে শিল্প বিপ্লব গভীর ও সুদূরপ্রসারী ফলাফল বা প্রভাব বিস্তার করে। নিন্মে শিল্প বিপ্লবের রাজনৈতিক ফলাফল বা প্রভাব গুলি আলোচনা করা হল -

নতুন শ্রেণির প্রতিপত্তি ঃ শিল্প বিপ্লবের ফলে সমাজে নতুন পুঁজিপতি মালিক শ্রেণির ও শ্রমিক শ্রেণির রাজনৈতিক প্রতিপত্তি বৃদ্ধি পায়। ফলে পূর্বতন সমাজের ভূস্বামী ও অভিজাত শ্রেণির রাজনৈতিক প্রতিপত্তি হ্রাস পায়।

শ্রমিক আন্দোলন ঃ শিল্প বিপ্লবের ফলে বিভিন্ন সময়ে শ্রমিকরা নিজেদের গণতান্ত্রিক অধিকার আদায়ের দাবিতে আন্দোলনে সোচ্চার হয়েছে।

ভোটাধিকার দাবি ঃ শিল্প বিপ্লবের সমাজে নতুন শ্রেণির শ্রমিকদের আবির্ভাব ঘটে। এই শ্রমিক শ্রেণি তাদের দেশের সরকারের কাছে নিজেদের ভোটাধিকারের দাবি জানায়। ভোটাধিকারের দাবিতে ইংল্যান্ডে চার্টিস্ট আন্দোলন সংঘটিত হলে সেদেসের সরকার ১৮৩২ খ্রিস্টাব্দে ভোটাধিকারের সম্প্রসারণ ঘটায়।

উপনিবেশের প্রসার ঃ শিল্প বিপ্লবের ফলে উৎপাদিত পণ্যের পরিমাণ বৃদ্ধি পায়। সেই পণ্য বিক্রির উদ্দেশ্যে ইউরোপীয় দেশগুলি পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাজার দখলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এইভাবে তারা এশিয়া ও আফ্রিকার বিভিন্ন জায়গায় উপনিবেশ স্থাপন করে।

সমাজতান্ত্রিক চিন্তাধারা ঃ শিল্প বিপ্লবের ফলে পুঁজিপতি মালিক শ্রেণি বিপুল অর্থ সম্পদের অধিকারী হয়ে পড়ে। কিন্তু শ্রমিকরা এই অর্থের ভাগ থেকে বঞ্চিত হয়ে পড়ে। আর্থিক ক্ষেত্রে এই বৈষম্যের ভাব থেকেই অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে শ্রমিকদের মধ্যে সমাজতান্ত্রিক চিন্তাভাবনার উদ্ভব ঘটে।

মূল্যায়ন ঃ শিল্প বিপ্লবের ফলে একদিকে যেমন ইউরোপীয় দেশগুলি উপনিবেশ দখলকে কেন্দ্র করে নিজেদের মধ্যে রাজনৈতিক সংগ্রামে লিপ্ত হয়, তেমনই অন্যদিকে শ্রমিকরাও নিজেদের রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন হতে শুরু করে।


আরও পড়ুন ঃ

Post a Comment

Previous Post Next Post