ইতিহাসের সংজ্ঞা / ইতিহাস কাকে বলে -
এই দুটি শব্দের ভিত্তিতে বলা যায় যে, অতীতের ঘটনাগুলিকে সযত্নে অনুসন্ধানের মাধ্যমে জ্ঞান অর্জন করা এবং সেই জ্ঞানের আলোয় মানবসভ্যতাকে দিশা দেখানোই হল ইতিহাস। নিন্মে বিভিন্ন ঐতিহাসিক এবং সমাজবিজ্ঞানীদের দেওয়া ইতিহাসের সংজ্ঞা নিরূপণ করা হল -
(i) ইতিহাসের জনক হেরোডোটাস বলেছেন, ইতিহাস হল দর্শনের একটি শাখা।
(ii) গ্রিক দার্শনিক ডায়োনিসাস বলেছেন, ইতিহাস হল অনুসন্ধান, গভীরভাবে কোন কিছুর অন্বেষণ।
(iii) জে বি বিউরি বলেছেন, ইতিহাস হল বিজ্ঞান্ম কমও নয়, বেশিও নয়।
(iv) লর্ড অ্যাকটন বলেছেন, ইতিহাস হল মানবমুক্তির ক্রমবিকাশের কাহিনী।
(v) ফ্রান্সিস বেকন বলেছেন, ইতিহাস হল এমন এক বিষয় যা মানুষকে জ্ঞানী করে তোলে।
(vi) হেনরি পিরেন-এর মতে, আমি ঐতিহাসিক, ইতিহাসে জীবনের সন্ধান করি, জীবনকে ভালবাসি।
(vii) ই এইচ কার বলেছেন, ইতিহাস হল অতীত ও বর্তমানের মধ্যে এক অন্তহীন কথোপকথন।
(viii) মার্ক ব্লখ বলেছেন, History is the science of men in time.
(ix) ফ্রেডরিখ ভন শ্লেজেল বলেছেন, ইতিহাস হল 'বিপরীতমুখী ভবিষ্যদ্বাণী' এবং ইতিহাসবিদ হলেন 'বিপরীতমুখী ভবিষ্যদ্বক্তা'।
(x) লাইবনিজ -এর মতে ইতিহাস হল ধর্মের প্রকৃত প্রকাশ।
(xi) জেমস ও কোনর বলেছেন, ইতিহাস হল কুশলী কাহিনীকাররুপী ইতিহাসবিদদের দ্বারা নির্মিত বিভিন্ন আখ্যানের বিবরণী।
(xii) আর জি কলিংউড বলেছেন, ইতিহাস হল ইতিহাসবিদদের মনে অতীতের অভিজ্ঞতার পুনরুজ্জীবন ও পুনরাভিনয়।
মূল্যায়ন ঃ সবশেষে বলা যায়, ইতিহাস হল মানবজীবনের তথ্যনির্ভর আখ্যান, মানুষের আর্থসামাজিক ও বহুমাতৃক জীবনের এক চলমান ছবি, যা মানবসভ্যতাকে এগিয়ে নিয়ে চলছে।
আরও পড়ুন ঃ