প্রিয় ছাত্র ছাত্রী, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব "ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা সম্পর্কে আলোচনা করো" -এই প্রশ্নটি
কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগের মাধ্যমকে ইন্টারনেট বলা হয়। ইন্টারনেটের ব্যবহারে বর্তমান যুগে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বিপ্লব এসেছে। তাই বর্তমান যুগকে তথ্য বিস্ফোরণের যুগও বলা যেতে পারে। ইন্টারনেটের সাহায্যে ইতিহাসের অনেক তথ্য পাওয়া যায়। আমাদের যখন ইচ্ছা তখন ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি। কিন্তু ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের যেমন সুবিধা রয়েছে ঠিক তেমনি রয়েছে কিছু অসুবিধা। নিন্মে ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহারের সুবিধা ও অসুবিধা আলোচনা করা হল -
ইন্টারনেট ব্যবহারের সুবিধা ঃ
তথ্যের সহজলভ্যতা ঃ ইন্টারনেটের সাহায্যে ঘরে বসে সমগ্র দুনিয়ার অসংখ্য তথ্য নিমেষের মধ্যে জানা যায়। ফলে ইতিহাস রচনা সহজ হয়।
সহজে মূল তথ্য ও ছবি সংগ্রহ ঃ ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন বিষয়ের মূল তথ্য ও সেই সম্পর্কে নানা ছবি পাওয়া যায়। যার ফলে বিশেষ বিষয় সম্পর্কে সঠিক রচনা করা সম্ভবপর হয়। অনলাইন লাইব্রেরী ও আর্কাইভ থেকে আসল বই ও রিপোর্টের কপি পাওয়া যায়।
সময় সাশ্রয় ঃ বিভিন্ন জায়গায় গিয়ে বই বা অন্য তথ্য সংগ্রহ করা প্রচুর সময় সাপেক্ষ। কিন্তু ইন্টারনেটের সাহায্য অল্প সময়ে প্রচুর তথ্য সংগ্রহ করা সম্ভব।
কম খরচে তথ্য সংগ্রহ ঃ ইন্টারনেটের সাহায্যে কম খরচে অনেক বেশি তথ্য সংগ্রহ করা সম্ভব। অনেকের পক্ষেই বই কিনে বা অন্যভাবে তথ্য সংগ্রহ করা অনেক ব্যয়বহুল হয়ে দাঁড়ায়।
ইন্টারনেট ব্যবহারের অসুবিধা ঃ
প্রাপ্ত তথ্যের নির্ভরযোগ্যতার অভাব ঃ ইন্টারনেটে প্রাপ্ত বিভিন্ন তথ্য কতটা নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্যতা যাচাই করা কঠিন হয়। কারণ অনেকে নিজের মনগড়া বা বিকৃত তথ্য সংযোগ করে।
পরস্পর বিরোধী তথ্য ঃ ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটে একই বিষয় সম্পর্কে বিভিন্ন ধরনের ও পরস্পর বিরোধী তথ্য ছড়িয়ে আছে। তাই ইতিহাস রচনার ক্ষেত্রে ভ্রান্তি সৃষ্টি হতে পারে।
তথ্যের অসম্পূর্ণতা ঃ অনেক ক্ষেত্রে ইন্টারনেটে প্রয়োজনীয় বিষয়ের উপর সম্পূর্ণ তথ্যের বদলে আংশিক তথ্য পাওয়া যায়। তাছাড়া সব সময় সব বিষয়ের ওপর সঠিক তথ্য পাওয়া মুশকিল হয়ে দাঁড়ায়।
যন্ত্র-প্রযুক্তিগত অসুবিধা ঃ ইন্টারনেট ব্যবহার করে তথ্য সংগ্রহ করার জন্য বিদ্যুৎ সহ বিভিন্ন যন্ত্র প্রযুক্তির সহায়তা লাগে। যা সবসময় সব জায়গায় থাকে না।
মূল্যায়ন ঃ ইতিহাসের তথ্য সংগ্রহ ইন্টারনেট বিশেষ ভাবে সহায়ক কিন্তু এই ব্যবস্থা একেবারেই ত্রুটিমুক্ত নয়। এজন্য ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে ইতিহাস রচনা করার সময় ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য যতটা সম্ভব মূল নথি বা উৎসের সঙ্গে মিলিয়ে নেওয়ার দরকার। তবেই ইন্টারনেটের ওপর ভিত্তি করে প্রকৃত ইতিহাস রচনা করা সম্ভব হবে।