সাময়িকপত্র ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য কি

সাময়িকপত্র ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য -

সাময়িক পত্র ও সংবাদপত্র আধুনিক ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিশেষ ভূমিকা পালন করে। সমসাময়িক সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের প্রতিচ্ছবি তুলে ধরার পাশাপাশি দৈনন্দিন বা সাপ্তাহিক ঘটনাবলীর নির্ভরযোগ্য তথ্য সরবরাহের ক্ষেত্রে সাময়িকপত্র ও সংবাদপত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। আধুনিক ভারত সম্পর্কে সাময়িকপত্র ও সংবাদপত্র গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশন করলেও উভয়ের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যেমন -
 
সময়কালগত পার্থক্য ঃ সংবাদপত্রের সময়কাল, সাময়িকপত্র প্রকাশের অনেক আগে বলে মনে করা হয়। 

আকার-আকৃতিগত পার্থক্য ঃ সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে কিছু আকার-আকৃতিগত পার্থক্য রয়েছে। সংবাদপত্র গুলি আকারে সাময়িক পত্রের তুলনায় অনেক বড় হয়ে থাকে। এর পৃষ্ঠাগুলি খোলা থাকে। অন্যদিকে সাময়িকপত্র গুলির আয়তন ও তুলনামূলকভাবে ছোট হয়। অনেক সময় এগুলি বইয়ের মত বাধাই করা হয়।

প্রকাশনার সময়কাল ঃ সাময়িকপত্র প্রকাশনার একটি নির্দিষ্ট সময় থাকে। এটি কখনো সাপ্তাহিক বা কখনো মাসিকভাবে প্রকাশিত হয়। যেহেতু সংবাদপত্র দৈনন্দিন জীবনের ঘটনাবলী তুলে ধরে তাই এটি প্রতিদিন প্রকাশিত হয়। 

বিষয়গত পার্থক্য ঃ সংবাদপত্র গুলি থেকে আমরা দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা, সমাজের বিভিন্ন দিকের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা পায়। সেখানে প্রতিটি বিষয়েরই গুরুত্ব থাকে। কিন্তু নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে সাময়িকপত্র প্রকাশিত হয়।

সংবাদ পরিবেশনায় গুরুত্বপূর্ণ পার্থক্য ঃ সংবাদপত্র গুলি প্রতিনিয়ত যে ঘটনা ঘটছে তা যথেষ্ট গুরুত্বসহকারে পরিবেশন করে। কিন্তু মৌলিক গবেষণাধর্মী কাজ বা প্রবন্ধ প্রকাশের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ প্রদান করেনা। অন্যদিকে সাময়িকপত্রগুলি সমসাময়িক সংবাদ পরিবেশন ছাড়াও গবেষণামূলক রচনা প্রকাশের উপরেও গুরুত্ব আরোপ করে। 

মূল্যায়ন ঃ সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে কিছু পার্থক্য থাকলেও আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আরও পড়ুন ঃ 

Post a Comment

Previous Post Next Post